ফের টেনিস কোর্টে ফিরতে যাচ্ছেন সানিয়া মির্জা

ফের টেনিস কোর্টে ফিরতে যাচ্ছেন সানিয়া মির্জা

ফের টেনিস কোর্টে ফিরতে যাচ্ছেন সানিয়া মির্জা

মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে দুই বছর পর ফের টেনিস কোর্টে ফিরতে যাচ্ছেন সানিয়া মির্জা। নতুন বছরের জানুয়ারিতে হোবার্ট ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে খেলবেন ভারতের এই টেনিস সেনসেশন।

সানিয়া সবশেষ খেলেছিলেন ২০১৭ সালের অক্টোবরে চায়না ওপেনে। এরপর মাতৃত্বকালীন বিরতিতে যান ৩৩ বছর বয়সী এই খেলোয়াড়। তার ও স্বামী শোয়েব মালিকের ঘর আলোকিত করে গত অক্টোবরে এসেছে ছেলে সন্তান ইজহান।

সানিয়া এবার জুটি গড়বেন ৩৮ নম্বর র‍্যাঙ্কিংধারী ইউক্রেনের সাদিয়া কিচেনকের সঙ্গে।  এ ব্যাপারে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সানিয়া বলেন, “আমি হোবার্টে খেলব। এরপর অস্ট্রেলিয়ান ওপেনে খেলব। আগামী মাসে আমি মুম্বাইয়েও একটি টুর্নামেন্টে খেলার পরিকল্পনা করছি। তবে এ ব্যাপারে আমার অবস্থান ফিফটি-ফিফটি। দেখা যাক আমার কব্জির অবস্থা কেমন যায়। তবে হোবার্ট ও অস্ট্রেলিয়ান ওপেনে খেলা নিশ্চিত।”

একইসঙ্গে সানিয়া জানান, “বাচ্চা হওয়ার সময় অনেক বিষয় পরিবর্তন হয়। প্রাত্যহিক রুটিন ও ঘুমের ব্যাপক রদবদল ঘটে। কিন্তু এখন আমি সম্পূর্ণ ফিট, যেমনটা বাচ্চা হওয়ার আগে ছিলাম।”

পাঠকের মন্তব্য