কবিতা : 'কমিউনিটি ক্লিনিক' 

কবি : মোঃ ইসমাইল হোসেন

কবি : মোঃ ইসমাইল হোসেন

 'কমিউনিটি ক্লিনিক' 

কবি : মোঃ ইসমাইল হোসেন

সেবাই হউক মানুষের ধর্ম
সেবাই হউক মানুষের কর্ম।
করতে রোগীর সেবা দান, 
কমিউনিটি ক্লিনিক তার প্রমাণ।

আধুনিক সভ্যতা সেবাই প্রথা
কমিউনিটি ক্লিনিক মোদের সখা।
প্রাথমিক সেবায় স্বাস্থ্য হয় প্রাণ,
কমিউনিটি ক্লিনিক তার প্রামাণ। 

গরিব জনগোষ্ঠীর সেবার জন্য
কমিউনিটি ক্লিনিক হলো অনন্য।
শেখ হাসিনার অবদান, 
কমিউনিটি ক্লিনিক তার প্রমাণ।

গ্রাম বাংলার সেবা'র প্রতীক 
দিচ্ছে সেবা রোগের সঠিক।
বাঁচায় মোদের প্রাণ, 
কমিউনিটি ক্লিনিক তার প্রমাণ।

ডাইরিতে লিখে গেছে; 
আঁকা বাঁকা কালো কালিতে। 
শেখ মজিবুর রহমান, 
কমিউনিটি ক্লিনিক তার প্রমাণ।

এমন সেবা পাবে মা গো 
যতই দেশে তুমি থাকো। 
শুধু বঙ্গে পাবে সেবা দান
কমিউনিটি ক্লিনিক তার প্রমাণ।

সেবক সেবিকা দিচ্ছে সেবা
স্থাস্থ্য সবার সুখের প্রভা।
গ্রাম বাংলার প্রাণ, 
কমিউনিটি ক্লিনিক তার প্রমাণ।

দুঃখী মানুষের দোরগোড়ায়, 
পৌছাল যে জন সেবা।
তিনি হলেন সবার প্রিয়, 
মোদের শেখ হাসিনা।

থাকবে চির বহমান; 
কমিউনিটি ক্লিনিক তার প্রমাণ।     

উৎসর্গঃ হালিমা সুলতানা হক, সদ্য বিদায়ী সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (পদোন্নতি -সহকারি অধ্যাপক কমিউনিটি মেডিসিন, ময়মনসিংহ মেডিকেল কলেজ)   

পাঠকের মন্তব্য