ঢাকাসহ দেশব্যাপী বিভাগীয় শহরে শোভাযাত্রা, ১০ ডিসেম্বর

ঢাকাসহ দেশব্যাপী বিভাগীয় শহরে শোভাযাত্রা, ১০ ডিসেম্বর

ঢাকাসহ দেশব্যাপী বিভাগীয় শহরে শোভাযাত্রা, ১০ ডিসেম্বর

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে আগামী ১০ ডিসেম্বর বেলা ১১টায় ঢাকাসহ দেশব্যাপী বিভাগীয় শহরে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে বিএনপির শোভাযাত্রাটি দলের নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে শুরু হবে।

গতকাল সোমবার বিকালে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম, আব্দুস সালাম আজাদ, গণশিক্ষাবিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকের মন্তব্য