আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, কার্যালয়ে আগুন

আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, কার্যালয়ে আগুন
সিরাজগঞ্জ সরকারি কলেজে বিজয় শোভাযাত্রাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন। আগুন দেয়া হয়েছে বিএনপির জেলা কার্যালয়েও।
বেলা ১১টার দিকে সরকারি কলেজ ক্যাম্পাস থেকে একটি বিজয় শোভাযাত্রা বের করা হয়। এতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত।
পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিনের অভিযোগ, শোভাযাত্রাটি শহরের ইবি রোড এলাকা দিয়ে ইলিয়ট ব্রিজ অতিক্রম করার সময় তাদের উপর বিএনপির নেতাকর্মীরা হামলা করে। এসময় দুইপক্ষের মধ্যে থেমে থেমে দুপুর পর্যন্ত সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
তবে জেলা যুবদলের সভাপতি মির্জা বাবুর দাবি, খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা বিএনপির কর্মসূচির মধ্যে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা করেছে। পুড়িয়ে দেয়া হয় তাদের কার্যালয়।
এদিকে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আহতদের কয়েকজনকে সদরসহ বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।
পাঠকের মন্তব্য