১০ই ডিসেম্বর ফের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা বিএনপির

১০ই ডিসেম্বর ফের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা বিএনপির
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১০ই ডিসেম্বর রাজধানীসহ সারা দেশে আবারো বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রবিবার রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
রিজভী বলেন, 'খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী মঙ্গলবার (১০ই ডিসেম্বর) এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। বিক্ষোভ কর্মসূচিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে।' রাজধানী ঢাকাসহ সারাদেশের সকল জেলা শহর এবং মহানগরীগুলোতে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলেও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
পাঠকের মন্তব্য