কবি কাকলী আক্তার মৌ এর কবিতা ‘বীর সেনানী’

কবি কাকলী আক্তার মৌ এর কবিতা ‘বীর সেনানী’

কবি কাকলী আক্তার মৌ এর কবিতা ‘বীর সেনানী’


‘বীর সেনানী’

কাকলী আক্তার মৌ

বীর সেনানী, তুমিই বনানী
বঙ্গের তুমি গৌরভ,
দেশের টানে প্রাণের দানে
ছড়িয়ে গেলে সৌরভ।।

দেশের প্রেমে জগত ধামে
রক্তে হলে লাল,
পৌরুষ তেজে রক্তে ভিজে
দেশের হলে ঢাল।।

সম্মুখ সমরে মরন কামড়ে
ত্যাগী সাহসী বীর,
লুটালে প্রাণে ঈমানী টানে 
নত করনি শির।।

বীরের বেশে শহীদী লাশে
শায়িত বঙ্গে তুমি,
অশ্রু গড়িয়ে যাচ্ছে ছড়িয়ে
সিক্ত মাতৃভূমি।।

(দেশের সকল মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে উৎস্বর্গকৃত) 

পাঠকের মন্তব্য