রাজশাহীর উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ

রাজশাহীর উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ
রাজশাহীর উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ। কনকনে শীতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। শুক্রবার রাজশাহীর তাপমাত্রা ছিলো ৯.৮ ডিগ্রী সেলসিয়াস। এর আগের দিন ছিলো মৌসুমের সর্বনিন্ম তাপমাত্রা ছিলো ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রা কমায় বেড়েছে শীতের প্রকোপ। সারাদিন বইছে উত্তরের হিমেল হাওয়া। এতে গোটা রাজশাহী যেন শীতে কাঁপছে। তীব্র শীতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন ছিন্নমূল মানুষ, শিশু, বৃদ্ধ ও খেটে খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষেরা। তাদের জন্য শীত অনেক কষ্টের হয়ে দাঁড়িয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, ডিসেম্বরের শেষে রাজশাহী অঞ্চলে অন্তত একটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বইতে পারে। আগামী জানুয়ারিতে অন্তত তিনটি মৃদু অথবা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। যার মধ্যে দুটিই রূপ নিতে পারে তীব্র শৈত্যপ্রবাহে। যেখানে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২১শে ডিসেম্বর পর্যন্ত এই তাপমাত্রা কমতে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ৬/৭ ডিগ্রি সেলসিয়াস। এখন রাজশাহী, পাবনা, নওগাঁ, কুড়িগ্রাম, নীলফামারী, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। ঢাকার তাপমাত্রা আরও দুই থেকে ৩ ডিগ্রি কমবে।
এছাড়া ফেব্রুয়ারিতেও হানা দেবে অন্তত একটি মৃদু অথবা মাঝারি শৈত্যপ্রবাহ।
পাঠকের মন্তব্য