আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা এটিএম শামসুজ্জামান

অভিনেতা এটিএম শামসুজ্জামান
আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেতা এটিএম শামসুজ্জামানকে। শনিবার তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন তার মেয়ে কোয়েল আহমেদ।
এটিএম শামসুজ্জামান দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন। এর আগে গত ২৬ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে পুরান ঢাকার আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয় এটিএম শামসুজ্জামানকে। পরে সেখান থেকে বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে আসা হয় তাকে।
এরপর কিছুটা সুস্থ হয়ে উঠলে ২৯ আগস্ট তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। পরে আবারও হাসপাতালে ভর্তি করা হয়।
চলতি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বাসায় ফেরেন তিনি। কিছুদিন আগে প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা গ্রহণ করেন।
এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল আহমেদ বলেন, 'গতকালই বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমার বড় বোন ব্রেন স্ট্রোক করে বারডেম হাসপাতালে আছেন। এই খবর জানার পর থেকেই বাবার অসুস্থতা বাড়তে থাকে। পরে গতকাল বাবাকে হাসপাতালে নিয়ে এসেছি।’
পাঠকের মন্তব্য