কবিতা : 'ভাঙ্গা হৃদয়ের আশা'

ভাঙ্গা হৃদয়ের আশা
ভাঙ্গা হৃদয়ের আশা
মহুয়া মহু
নিঃসঙ্গ এ জীবনে আমার
শান্তনার দেখা নাই,
কি আছে জীবনের
এই পরন্ত শেষ বেলায়;
সকাল গিয়েছে প্রায় এলোমেলো
দুপুর গড়িয়ে এখন সন্ধ্যা প্রায়
অপেক্ষায় থাকি...
ভাংগা হৃদয় নিয়ে
যদি পাই একটু
সত্যিকারের ভালোবাসা;
কেবল সে আশায়
চেয়ে আছি আমি যে নিরুপায়।
শুন্য ঘরে বসে আছি ভাবনায়
সুখের তরি পাবো আমি কোথায়;
ব্যর্থতার গ্লানি আজ বড্ড কাঁদায়
তাইতো ভাংগা হৃদয় নিয়ে
এখনো আছি স্বপ্নের ছোঁয়ার আশায়।
জীবনের এই পরন্ত শেষ বেলায়
লক্ষ একটা থাকবো সঠিক পন্থায়।
হেসে হেসে মরতে মন চায়,
পরতে চাইনা নতুন কোনো ছলনায়।
পাঠকের মন্তব্য