পটুয়াখালীতে মাল্টা বাগান করে সফল চাষী মিজানুর রহমান

পটুয়াখালীতে মাল্টা বাগান করে সফল চাষী মিজানুর রহমান
দীর্ঘ ৮ বছর চেষ্টার পর পটুয়াখালীতে মাল্টা বাগান করে সফল হয়েছেন চাষী মিজানুর রহমান।
আট বছর আগে নিজের পৈত্রিক বাড়িতে সখের বাগান শুরু করেন জুয়েলারী ব্যবসায়ী মিজানুর রহমান। নিজস্ব আড়াই একর এবং পরে আরও ক্রয় করেন সাড়ে পাঁচ একর জমি। সেখানে গড়ে তোলেন মাল্টা বাগান। উপকূলীয় এলাকার মাটিতে আদৌ মাল্টা গাছ হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিলো তার। কিন্তু বাগান করার পর সব প্রতিকূলতা কাটিয়ে গত বছর থেকে মাল্টায় ভরে যায় পুরো বাগান। তার মাল্টা বাগান দেখতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেন চাষীরা। পরামর্শ নিয়ে তারাও শুরু করেন মাল্টাবাগান।
তার এ বাগান দেখে অনেক চাষী মাল্টা বাগান করা শুরু করেছেন। উপকূলীয় এলাকার মাটি যে মাল্টা চাষের জন্য উপযোগী এটা প্রমান করতে পেরে আনন্দিত বাগানের মালিক মিজানুর রহমান।
মিজান গার্ডেনকে অনুসরণ করে পটুয়াখালীতে এ পর্যন্ত পাঁচ শতাধীক মাল্টা বাগান হয়েছে।
জেলা কৃষি কর্মকর্তা হৃদয়েশ্বর দত্ত জানান, পটুয়াখালীর মাটি ও আবহাওয়া মাল্টা চাষের জন্য খুবই উপযোগি। এখানের মাল্টা খুবই সুস্বাদু এবং সম্ভবনাময় ফসল।
সরকারের সহযোগিতা পেয়ে পটুয়াখালীতে হাজার হাজার মাল্টাবাগান গড়ে উঠবে, ঘুচবে বেকারত্ব এবং দেশীয় বাজারে বিষ মুক্ত ফল পাবে সাধারন মানুষ এমনটা প্রত্যাশা সকলের।
পাঠকের মন্তব্য