আজকের কবিতা : ছোঁও না আগে মন

আজকের কবিতা : ছোঁও না আগে মন
ছোঁও না আগে মন
কবি: মহুয়া মহু
ছুঁতে তো পারে ধর্ষকও,
ছুঁতে যদি চাও,
আগে ছোঁও না নারীর মন।
ছুঁতে যদি পারো মন সত্যি একবার,
সর্গীয় সুখ পাবে তুমি মাঝে এ ধরার।
শরীর যদি খোঁজ তবে,
সম্মান শ্রদ্ধা সব হারাবে।
শরীরের প্রতি যদি থাকে আকর্ষণ,
ঘৃণিত গলিতে গিয়ে কর দর্শন।
নারীর হৃদয় যদি কেউ সত্যি ছুঁতে পারে,
এ ধরার সকল সুখ থাকে তার দ্বারে।
জীবন মানেই কি শুধু শারীরিক সম্পর্ক-
আর মধুময় মিলনের অনাবিল সুখ!
ধিক্কার জানাই,
আমার কাছে...
আত্মিক সুখের চেয়ে বড় কিছু নাই।
কিন্তু কোথায় সেই পুরুষ !
বিশ্বস্ততার আর ভরসার ছোয়া।
যাকে ভালোবাসা যায়;
প্রেম দেওয়া যায় ভ্রুক্ষেপহীন ভাবে,
যাকে নিয়ে সবসময়ই গর্ব করা চলে।
রূপ ও সৌন্দর্যের..
বাণী ভঙ্গিতে ভরা থাকে চারিত্রিক
বিশ্বস্ত ও নিরাপদ আশ্রয়ের প্রতীক।
এমন পুরুষ থাকে প্রতি নারীর কাম্য,
যাকে জীবনে পেয়ে হতে চায় ধন্য।
বিমর্ষতা আচ্ছন্ন করে ফেলেছে মোদের
সমুদ্রের হাল ভাঙ্গা নাবিকের মতো
আজ মোরা দিশেহারা।
ক্লান্তিকর রোদ্রোকজ্বল দিন শেষে
ছন্দিত লয়ে নেমে আসে সন্ধ্যা;
চিলের ডানা থেকে রোদ যায় মুছে
বর্নীল পৃথিবীর রূপ আর নাহি মনে ভাসে।
জোনাকির ঝিলমিল পরিবেশে
শুরু হয় রূপ কথার গল্প....
জীবন খাতার পাণ্ডুলিপিতে চলে
তখন হিসেবের আয়োজন।
সারাদিন বিচরণ শেষে;
আজি এই ক্লান্ত হারা নীড়ে,
ব্যাথিত মন আমায় ধরে ঘিরে।
থেমে আছেন এ নদীর প্রবাহমান ক্বলধ্বনি।
এভাবে জীবনের সকল
লেনদেনের সমাপ্তি লয়ে ঘুরি।
মমতা সিক্ত আঁখি মেলে
বিশ্বাস আর ভরসার ছোঁয়া নিয়ে
কখনো বলবে কি আমায়
ভালবাসি রে পাগলী ভীষণ ভীষণ তরে !
সারা জীবন আপন করে রাখবো এ অন্তরে।
ভালো বেসে যাবো শুধু তরে দিবা নিশি,
শেষ নিঃশ্বাস অবধি রবো পাশাপাশি।
পাঠকের মন্তব্য