গোলাম সরোয়ার এর কবিতা : পৃথিবীর ভারসাম্যের জন্যে

গোলাম সরোয়ার এর কবিতা : 'পৃথিবীর ভারসাম্যের জন্যে'
পৃথিবীর ভারসাম্যের জন্যে
মোঃ গোলাম সরোয়ার
তুমি আসবে আমার শহরে
পৃথিবীর ভারসাম্যের জন্যে দক্ষিনের এই সমৃদ্ধ নগরে।
নিকুঞ্জ থেকে সমতটের সমস্ত পথ বেয়ে
বিচিত্র সুরে বিচিত্র ভাষায় মানব সংগ্রামের জয়গান গেয়ে।
নিশ্চয়তা দিলাম তোমারে
একটি আস্ত সমুদ্রের মালিকানার ব্যাপারে--
যেহেতু প্রণয়ের ভোগ লাগবে প্রতিটি নগরে
নষ্ট হয়ে যাওয়া জগতের পূণর্গঠনের তরে।
তুমি আসতে পার অবলীলায় বাহারী সাম্পানে চড়ে
ভাওয়ালের গড়ের স্মৃতি নিয়ে গড়িয়ার গড়ে।
প্রশিক্ষিত শিল্পিরা সে সাম্পানে জুড়িবে সুন্দরের মণি
তুমি আসতে পার হে গুনবতী গুনী।
প্রতিটি ঘাটে ঘাটে সম্মিলিত সামরিক বাহিনী শুভ্রমনে
তোপধ্বনি দিবে তোমার অভিবাদনের সমর্থনে
জেলে ট্রলারগুলো নোঙ্গর করবে পনের নাম্বার ঘাটে একুনে।
এগার নাম্বার ঘাট থেকে সূর্যদীঘল বাড়ী পর্যন্ত অপারহয়ে
সমস্ত কবি ঐকমত্য হয়ে
ভুজপত্র, বল্কল আর বৃক্ষের কলম নিয়ে দাঁড়াবে।
সুশৃঙ্খল কবিতার সে এক সম্মিলনই হবে!
প্রাচীন ভারতীয় অক্ষরে
চৈনিক সভ্যতার মানদন্ডে, অর্থনীতির অচল সুত্র ব্যর্থ করে
মিশরীয় সভ্যতার অহংকার নিয়ে
গ্রিক সভ্যতার দেবদেবীদের ন্যায় স্বপ্নের নির্যাস দিয়ে
লিখতে বসবে পৃথিবীর সর্বশেষ মহাকাব্যটি।
তুমি আসবে কি !
তুমি আসবে--
রুদ্ধ হবে রাক্ষসশাসন--
ঈশ্বরিক সকল যন্ত্রসংগীত বাজবে।
তুমি আসবে
শাসনতন্ত্র মানবতার সমান্তরাল হবে--
পৃথিবীতে কায়েম হবে
স্বপ্নের সমান সাবলীল ভারসাম্যময় রাজ্য সাম্রাজ্য তবে-
পাঠকের মন্তব্য