গ্রাফিক ডিজাইনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

গ্রাফিক ডিজাইনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
এমন একজন গ্রাফিক্স ডিজাইনার এর খোঁজ করছি যে আমাদের গ্রাহকের প্রয়োজন বুঝতে পারবে এবং হাই ভিজ্যুয়াল ইমপ্যাক্ট এর মাধ্যমে ডিজাইন করতে পারবে। ওয়েবসাইট, ম্যাগাজিন, যেকোন অনুষ্ঠান, পোস্টার, ব্যানার ইত্যাদি এবং মূল উদ্দ্যেশ্য হলো একটি বহুল প্রচারিত অনলাইন গণমাধ্যমের পাঠকের সন্তুষ্টি অর্জন।
মূল দায়িত্ব : অনলাইন সংস্করণ (সংবাদ, ফিচার, মতামত ও খেলাধুলা), বিশেষ ম্যাগাজিন প্রকাশনাগুলোর জন্য বিচিত্র আঙ্গিকে ডিজাইনের কাজ সম্পন্ন করা। এই কাজের সঙ্গে সম্পৃক্ত বিষয়গুলো হলো : সৃষ্টিশীলতা দিয়ে সম্পাদকীয় ও প্রতিবেদকদের পরামর্শে সংবাদ, ঘটনা, তথ্য এবং প্রতিবেদনগুলোর আকর্ষণীয় বিন্যাস ঘটানো; প্রয়োজনীয় বিষয়গুলো সঠিকভাবে উপস্থাপন করা; প্রতিনিয়ত সঠিক ডিজাইন টেমপ্লেট এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে লেখা, প্রাসঙ্গিক ছবি ও গ্রাফিকসের সমন্বয়ে প্রিন্ট ও অনলাইন উভয় সংস্করণের জন্য সুদৃশ্য ও আকর্ষণীয় করে পৃষ্ঠাসজ্জা করা।
পদ : গ্রাফিক ডিজাইনার
যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো মুদ্রিত প্রকাশনা অথবা ওয়েব ডিজাইন কাজে কমপক্ষে ২ (দুই) বছরের অভিজ্ঞতা থাকতে হবে সৃজনশীলতা, টাইপোগ্রাফি, ইলাস্ট্রেশন, কালার কারেকশন, ডিজাইন প্রসেস প্রভৃতি বিষয়ে দক্ষ হতে হবে Adobe Creative Suite (Photoshop, Illustrator, InDesign) বিষয়ে বাড়তি অভিজ্ঞতা প্রয়োজন স্ব–উদ্যেগে ও দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে কাজের চাপ নেওয়ার মানসিকতা এবং একসঙ্গে কয়েকটি কাজ করার সামর্থ্য থাকতে হবে মৌখিক ও লিখিত যোগাযোগে দক্ষতা থাকতে হবে।
* গ্রাফিকস ডিজাইনে স্নাতক ডিগ্রি থাকাটা জরুরি নয়, তবে থাকলে তা বাড়তি যোগ্যতা বলে বিবেচিত হবে।
বেতন–ভাতা : আকর্ষণীয় বেতন
কর্মস্থল : ঢাকা অফিস
কাজের ধরন : পূর্ণ সময়
অন্যান্য তথ্য : আবেদন করার শেষ তারিখ : ৩০ জানুয়ারী, ২০২০
আপনার জীবনবৃত্তান্ত যেখানে পাঠাবেন editor@projonmokantho.com মাধ্যমে আবেদনকারীকে অবশ্যই জীবনবৃত্তান্তের সাথে ছবি পাঠাতে হবে।
আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের মধ্যে যারা ই–মেইলে আবেদন করবেন, তাঁরা সিভিসহ সাম্প্রতিক সময়ে করা কাজের নমুনা পাঠাবেন সাক্ষাৎকারে যারা আমন্ত্রিত হবেন তাদের প্রত্যেককে, পাঠানো ডিজাইন নমুনাগুলোর কাজের প্রক্রিয়ার (কিভাবে করা হয়েছে) যথাযথ ডকুমেন্টেশন সঙ্গে আনতে হবে।
পাঠকের মন্তব্য