গর্ভনিরোধক কেন বাড়িয়ে দেয় স্তন ক্যানসারের ঝুঁকি

গর্ভনিরোধক কেন বাড়িয়ে দেয় স্তন ক্যানসারের ঝুঁকি

গর্ভনিরোধক কেন বাড়িয়ে দেয় স্তন ক্যানসারের ঝুঁকি

গর্ভ নিয়ন্ত্রণ করতে অনেকেই গর্ভনিরোধক ওষুধ বা কন্ট্রাসেপটিভ পিল খেয়ে থাকেন৷ কিন্তু জানেন কি অত্যাধিক কন্ট্রাসেপটিভ বা গর্ভনিরোধক ওষুধ আপনার স্তন ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে৷

নতুন এক গবেষণায় দেখা গেছে কন্ট্রাসেপটিভ পিলে উচ্চ মাত্রায় ইস্ট্রোজেন থাকে যা স্তন ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে৷

ওয়াশিংটনের ফ্রেড হাচিনসন ক্যানসার রিসার্চ সেন্টারের পাবলিক হেলথ সায়েন্সের বৈজ্ঞানিক এলিসাবেথ এফ. বিয়েবার জানিয়েছেন, তাদের গবেষণায় দেখা গিয়েছে, গত বছরে সে সংখ্যক মহিলার স্তন ক্যানসার দেখা গিয়েছিল তারা প্রত্যেকেই অতি মাত্রায় ওরাল কন্ট্রাসেপটিভ ব্যবহার করতেন৷

একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, কম বয়সী মহিলাদের ক্ষেত্রে স্তন ক্যানসারের ঝুঁকি অনেক কম থাকে৷ এলিসাবেথ আরও বলেন, আগামিদিনে ওরাল কন্ট্রাসেপটিভ ব্যবহারের ক্ষেত্রে মহিলাদের আরও সচেতন হতে হবে৷ যে গর্ভনিরোধক বড়িতে ইস্ট্রেজেনের পরিমাণ কম থাকে সেগুলিতে স্তন ক্যানসারের ঝুঁকি কম থাকে৷

সম্প্রতি আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ক্যানসার রিসার্চ’এর একটি প্রকাশনায় এই গবেষণাটি প্রকাশিত হয়েছে৷

পাঠকের মন্তব্য