কবি কাকলী আক্তার মৌ এর কবিতা 'সততার বাহু বল'

কবি কাকলী আক্তার মৌ এর কবিতা 'সততার বাহু বল'
সততার বাহু বল
কবি কাকলী আক্তার মৌ
সততার সাথে, সত্যের পথে
লয়ে দূর্বার গতি,
ছুড়ে ফেলে কালো, জ্বালিয়ে আলো
গাও সাম্যের গীতি।
পাবে শত বাঁধা, গায়ে লেগে কাঁদা
নোংরা হবে দেহ,
মুখে দিবে গালি, হাতে দিবে তালি
বুকে টানিবে কেহ।
পথের ঐ বাঁধা, কুটিলের কাঁদা
সাফ করে দিয়ে,
বুকে নিয়ে বল, ওহে সবে চল
আলোকের নাও বেয়ে।
প্রকাশিবে আলো, জাতি রবে ভাল
সত্যের পতাকা তলে,
মিছে বালু, ছাই, ঝেড়ে ফেলে গাই
সততার বাহু বলে।
পাঠকের মন্তব্য