কবি মহুয়া মহু এর কবিতা : 'কোথায় আছো'

কবি মহুয়া মহু এর কবিতা : 'কোথায় আছো'
কোথায় আছো ?
মহুয়া মহু
কোথায় আছো প্রিয় কোকিল
কোন বাগানের ডালে বসে।
কেন এমন করছো
কিংবা এমন দোষে।
কোন সে নতুন সাথী কে
শোনাও নতুন গান।
কোন নদীতে নতুন করে
করছো আবার স্নান।
আমার বাগানে এসেছে বসন্ত
ফুলে ফুলে আছে ছেয়ে।
ও হে আমার দুষ্ট কোকিল
এ মধু লগ্নে থাকো কোথায় যেয়ে।
মাঝে মধ্য উড়ে এসে
দুষ্ট কোকিল আমার।
আবারও ফিরে যায়
নতুন ফুলের মধুর আশায়
ঘুড়ে সে বেড়ায়।
ধরতে যদি পারতাম
আমি আবার কোকিল রে
এ মধু রাইতের নিশিকালে।
আঁচলে বান্ধিয়া তোমায়
রাখতাম বুকের পরে।
খাইতে দিতাম ফুলের মধু
শিখাইতাম পিরিত নতুন করে।
শুইতে দিতাম বুকের জমি,
যাইতা না আর দূরে।
রাখিতাম ও হে দুষ্ট কোকিল
এ মন পিঞ্জরে বাধিয়া,
অনেক যত্ন করিয়া।
এ জীবনে কোকিল আমার
যাইও না সরিয়া।
কাজল কইরা রাখতাম কোকিল
আমার নয়নে ভরিয়া,
তোমার সঙ্গে যাইতাম কোকিল
আমি দেশান্তরী হইয়া।
পাঠকের মন্তব্য