বাচ্চা গর্ভে আসার কতদিন পর্যন্ত সেক্স করা যাবে ?

বাচ্চা গর্ভে আসার কতদিন পর্যন্ত সেক্স করা যাবে ?

বাচ্চা গর্ভে আসার কতদিন পর্যন্ত সেক্স করা যাবে ?

গর্ভের প্রথম ৩ মাস এবং শেষ ৩ মাস সেক্স এর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। পেটে যাতে চাপ না লাগে সে ব্যাপারেও খেয়াল রাখতে হবে. গাইনি ডাক্তার যদি আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে নিষেধ করেন সেক্স এর সেটাও মেনে চলতে হবে।

প্রেগন্যান্সি পিরিয়ডে বেশীর ভাগ মহিলারাই সেক্স করতে পারেন। প্রথমে দেখা দরকার এসময় স্বামী- স্ত্রী দুজনই যৌন মিলনে আগ্রহী কিনা, না হলে জোর পূর্বক যৌন মিলন এ অবস্হায় কখনোই কাম্য নয়।

যৌন মিলনের পর আপনি হয়তো কিছুটা রক্ত দেখতে পাবেন, যদি বেশী রক্ত বের হয় তখন ডাক্তার দেখাবেন এবং আর যৌন মিলন করবেন না। যদি আপনার স্বামীর কোন যৌন সংক্রামক রোগ থাকে তাহলে তাকে কনডম ব্যবহার করতে হবে।

কিছু কিছু ক্ষেত্রে সেক্স করায় নিষেধ করা হয়েছে, যেমন—

  1. জমজ বাচ্চা থাকলে
  2. আগে miscarriage বা গর্ভস্রাব হয়ে থাকলে
  3. আগের pre term labour
  4. যে কোন ব্লিডিং
  5. প্লাসেন্টা যদি ইউটেরাসের নীচে অবস্হান করে (placenta praevia)।আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি।
পাঠকের মন্তব্য