কবি কাকলী আক্তার মৌ এর কবিতা : 'মিছে ছলনা সবি'

কবি কাকলী আক্তার মৌ
মিছে ছলনা সবি
কবি কাকলী আক্তার মৌ
কি হবে; সাম্যের গীতি গেয়ে,
কি হবে; সততার বাক্য কয়ে ?
কি হবে; নীতি কথাটি আওড়ে
কি হবে; দ্বীনের বাণী, রেখে শিয়রে ?
কি হবে; ভাল ভাল কথা বলে
কি হবে; উপদেশ দিয়ে চলে ?
কি হবে; ভাতৃত্বের মায়া দেখিয়ে
কি হবে; উচ্চ শিক্ষা শিখিয়ে ?
কি হবে; ভালবাসার শিখা জ্বেলে
কি হবে; মমত্ববোধ গড়ে তিলে ?
প্রতিহিংসায় ভরা, থাকে যদি রিশ
অন্তরে যদি থাকে তরলী বিষ।
গরলে যদি যায় দেহ ভরে
কি আর হবে; গেয়ে মিষ্টি সুরে ?
কানে ছলনা গুজিবে তখন;
নীতি সততা বলবে যখন।
পাঠকের মন্তব্য