কবি কাকলী আক্তার মৌ এর কবিতা : 'একবার না পারিলে'

কবি কাকলী আক্তার মৌ এর কবিতা : 'একবার না পারিলে'
একবার না পারিলে
কাকলী আক্তার মৌ
বারে বারে চেষ্টায়, সফলতা আসে,
বোকা যারা,তারা শুধু, চুপি থাকে বসে।
একবার চেষ্টায়, যদি নাহি পারো,
মন দিয়ে চেষ্টা বারে বারে করো।
সফলতা আঁধারে জ্বলে নিভু নিভু
মনোবল দূর্বল করো না তো কভু।
একবার, বার বার, শত বারে বাঁধা-
ভেঙে চুর, হবে দূর; জয়ী হবে সদা।
অতীতের কষ্ট মনে পুষে রেখে,
বাহু বলে ছুটে চল, আলো দেখে দেখে।
সফলতা ধরা দিবে, কদমে ছোয়ে,
ভব, জাতি মান দিবে শ্রদ্ধায় নুয়ে।
অনুপ্রেরণা হবে বিশ্ব ভবে,
তোমাকে দেখে সবে শিক্ষা নিবে।
পাঠকের মন্তব্য