কবি কাজী রাসেল এর কবিতা 'চেতনায় আমার একুশ'

চেতনায় আমার একুশ
চেতনায় আমার একুশ
কবি : কাজী রাসেল
একুশ মানে প্রেরনা আমার
একুশ মানে চেতনা,
বুকের রক্তে লিখেছে বর্ণ
ভাই হারানোর বেদনা।
একুশ মানে গর্ব আমার
একুশ মানে অহংকার,
ছেলে হারানো মমতাময়ীর
পুত্র শোকের হাহাকার।
একুশ মানে ইতিহাস আমার
একুশ মহাকাব্য,
ভাষার তরে তুচ্ছ যে প্রাণ
দীক্ষিত গোটা সভ্য।
একুশ মানে উঁচু শির আমার
একুশ মানে মুক্তি,
অন্যায়কে পদদলিত করে
রুখে দাঁড়ানোর শক্তি।
একুশ মানে কবিতা আমার
একুশ মানে সুর,
আঁধার রাতের শেষে যেন
পাখি ডাকা ভোর।
একুশ মানে স্বপ্ন আমার
একুশ আশার ডালা,
একুশ আমার মায়ের ভাষার
বাংলা বর্ণমালা।
একুশ আমার মাতৃভাষা
একুশ স্বাধীনতা,
একুশ মানে রক্তে লিখা
ভাষার ইতিকথা।
পাঠকের মন্তব্য