কবি উপেন্দ্র নাথ বাবু এর কবিতা : অপরুপ তুমি

কবি উপেন্দ্র নাথ বাবু
অপরুপ তুমি
কবি উপেন্দ্র নাথ বাবু
কি অপরুপ রুপে তুমি
হইলে আবির্ভুত;
জ্ঞান-শক্তি, ধ্যান ধারনা
সবই পরাভুত।
মোর জীবনে মোর সাধনায়
ছিলাম সদা একা,
কোথা হতে চলার পথে
দিলে তুমি দেখা।
আর কত কাল থাকবে তুমি
ও চাঁদ, ঐ আকাশে।
আর কত কাল থাকবে এমন
হাওয়ার মাঝে ভেসে
একবার এসো ধরায়
সময় পেলে;
তোমার সাথে কথা হবে-
জানবো তোমায়।
কোন সুতায়;
বাঁধা পড়লে ধরা দিবে
অতি আপন করে।
কোন অভিমানে, কোন জ্বালায়
রয়েছ আজো দূরে।
কোন কথাতে, কোন প্রেমেতে
মানাই তোমায় কেমন করে।
পাঠকের মন্তব্য