মোস্তফা কাইয়ুম এর কবিতা : ‘আমি অবহেলিত পথশিশু’

মোস্তফা কাইয়ুম এর কবিতা : ‘আমি অবহেলিত পথশিশু’
‘আমি অবহেলিত পথশিশু’
মোস্তফা কাইয়ুম
আমি অধিকার থেকে বঞ্চিত,
অধিকার কি ?
আমি জানি-ই না।
আমি অবহেলিত,
কারণ,
চকচকে পোশাক নেই,
নোংরা মাটিতে মোড়ানো দেহ,
মুখ শুকিয়ে গেছে খুদার তাড়নায়।
আমি পথিকের অনাকাঙ্ক্ষিত অতিথি।
বিরক্তকর অথবা বিপদগামী ব্যক্তি।
আমি রেল স্টেশনের টোকাই,
ফুট পাতের ছন্নছাড়া মানুষ।
আমি সৌন্দর্য্য বিক্রি করে, নিজেকে গর্ভিত ভাবি।
কিন্তু নিজের সৌন্দর্য্য কে ফুটিয়ে তুলতে ব্যর্থ।
আপনি !
সৌন্দর্যের ঘ্রাণ নিলে, আমার খুধার্ত হৃদয়ে তৃষ্ণা মিটবে।
দয়া করে নয়, সৌদয্যের বিনিময়ে অর্থ।
আমি বস্ত্রহীন,
বাসস্থান সে-তো কল্পনার জগত।
কখনোই অসুখ হয় না, দেহটা যে পাথরে গড়ানো।
আমি নিজেকে বাঁচাতে প্রাণপনে যুদ্ধে নেমেছি,
যেখানে জন্মেই পর থেকেই যুদ্ধটা শুরু হয়েছে।
‘‘আমি অবহেলিত পথশিশু’’
পাঠকের মন্তব্য