নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ আজ

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্তিতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছে দলটি।

শনিবার বেলা ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হবে। তবে ইতোমধ্যে বিচ্ছিন্নভাবে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছে। এর আগে সকাল থেকে ট্রাকের ওপর সমাবেশের মঞ্চ বানানোর কাজ শুরু হয়। দুপুর নাগাদ এটা শেষ হওয়ার পথে ছিল।

শুক্রবার সন্ধ্যায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি দেশ রূপান্তরকে বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাদেরকে সমাবেশ করার মৌখিক অনুমতি দিয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী আজ সারা দেশের জেলা সদরেও সমাবেশ করা হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

এ ছাড়া শুক্রবার জুমার পর খালেদা জিয়ার জন্য দেশের বিভিন্ন মসজিদে দোয়া ও তার মুক্তির দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছেন দলটির নেতারা।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুই মামলায় ১০ ও ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে কারা হেফাজতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন।

পাঠকের মন্তব্য