মোঃ আবুল কাশেম গান্দী এর কবিতা : 'আজও খুঁজে বেড়াই'

আজও খুঁজে বেড়াই
আজও খুঁজে বেড়াই
মোঃ আবুল কাশেম গান্দী
এই পথটি মোর অনেক চেনা
কতবার গিয়াছি হেঁটে- এই চির চেনা পথটি ধরে,
প্রভাতে গিয়াছি পাঠশালায় আর
অপরাহ্নে বাড়ি ফিরার তরে।
এখানে-সেখানে পথের ধারে
অসংখ্য গাছ-পালা আর বন-বাদাড়,
এরা সবই মোর আপন জন
ভালবেসে হৃদয় মোর করেছে উজাড়।
সকলকেই আমি বাসিয়াছি ভাল
সকলের সাথেই আমার সন্ধিক্ষণ,
এ গাছের আম ওগাছের কুল
খেয়ে খেয়ে ভরেছি ভুরি আর করেছি আপ্লুত মন।
কত কালের চেনা কত কালের জানা
কত স্মৃতিবিজড়িত এ পরিবেশ,
এতোটা কাল কাটিয়েছি আমি
আজ এসেছি জীবন সায়াহ্নের শেষ।
আজ সকল স্মৃতি বেদনা হয়ে
কাঁদায় আমার মন,
আজও আমি খুঁজে বেড়াই
কোথায় সে আপন জন?
পাঠকের মন্তব্য