আজকের কবিতা : 'একুশ তুমি'

আজকের কবিতা : 'একুশ তুমি'
একুশ তুমি
মো. শফিকুল ইসলাম মানিক মাষ্টার
একুশ তুমি রুখেছ ঐ
উর্দূভাষীর স্বৈরাচার,
একুশ তুমি ভেঙ্গে দিয়েছ ঐ
পাক সরকারের অহংকার।
অনাদিকালের ন্যায় ও সত্য
দিশারী অবতার;
হটিয়েছ তাদের রেখেছো মান
কৃষি ও সভ্যতার।
একুশ তুমি ছেলে হারা মায়ের
রিক্ত হাহাকার;
একুশ তুমি সংগ্রামী হৃদয়ে
কোহিনূর, মনিহার।
স্মরণীয় হে চিরকালের
অমর দূনির্বার,
প্রহরীসম সদা জাগ্রত
কান্ডারী হুশিয়ার।
একুশ তুমি যুগে যুগে মোদের
প্রেরণার ভার।
একুশ তুমি লও সালাম
বাঙালি জনতার।
পাঠকের মন্তব্য