মুজিববর্ষ উপলক্ষে কবিতা : '১৭ মিনিট ২৩ সেকেন্ড'

মুজিববর্ষ উপলক্ষে কবিতা : '১৭ মিনিট ২৩ সেকেন্ড'
'১৭ মিনিট ২৩ সেকেন্ড'
কবি : মোঃ ইসমাইল হোসেন
সাত-ই মর্চের ভাষণ বঙ্গ ইতিহসের,
এক বিরল স্থাপন।
সতের মিনিট তেইশ সেকেন্ড ছিল,
নির্দেশনা জ্ঞাপন।
বলে ছিল হাত নেড়ে বিরতি হীন কন্ঠে,
লক্ষ্য জনতার সামনে।
বিকাল তিনটা বিশে মঞ্চে উঠে দাঁড়ায়,
রেসকোর্স ময়দানে।
ধরণীর বুকে নামহীন ছিল যে ভূখন্ড,
বর্তমানে বাংলাদেশ।
সাত-ই মার্চ রেসকোর্স ময়দান থেকে
এল, স্বাধীনতার নির্দেশ।
সাত কোটি মানুষের মুক্তির সংগ্রাম,
স্বাধীনতার সংগ্রাম।
তোমাদের যার যা কিছু আছে,
তাই নিয়ে রক্ষা কর স্বগ্রাম।
আজও দেখি ভাষণে আলোর পথ,
এগিয়ে যাব বহুদূর।
দমাতে পারবেনা বাঙ্গালী জাতিকে,
বলে ছিল শেখ মজিবুর।
পত-পত ধ্বনীতে মুখরিত হয় লাখো গণ
জাগ্রত হয় ভাষণ ধরে।
পরাধীনতার গ্লানি মুছে ফেলো এখনি,
ইতর যাক এ দেশ ছেড়ে।
পূর্ব দিগন্তে উঠিবে রবি পূর্বে মোদের
সোনার বাংলাদেশ।
আমি যখন থাকব না চালিয়ে যেইও
যুদ্ধ, এটা মম আদেশ।
দ্বিতীয় প্রকাশিত * চোখ * বই থেকে নেওয়া।
পাঠকের মন্তব্য