করোনাভাইরাস প্রতিরোধে প্রয়োজন আমাদের সচেতনতা 

করোনাভাইরাস প্রতিরোধে প্রয়োজন আমাদের সচেতনতা 

করোনাভাইরাস প্রতিরোধে প্রয়োজন আমাদের সচেতনতা 

বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে করোনা ভাইরাস। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কাপছে চীন,ইতালি,যুক্তরাষ্ট্র, ইরানের মত প্রভাবশালী দেশগুলো। সবচেয়ে বেশি প্রানহানি এখন পর্যন্ত  ইতালিতে।

প্রতিদিন বিশ্বে আক্রান্ত হচ্ছে নতুন নতুন দেশ।সম্প্রতি বাংলাদেশেও করোনা ভাইরাসের সংক্রমণ লক্ষ্য করা গেছে।শেষ খবর পাওয়া পযর্ন্ত, ২৪ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে এবং মারা  গেছে ২জন।করোনা প্রতিরোধ করতে হলে সচেতনতার বিকল্প নেই।

প্রত্যেককে তাদের নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।আমাদের সামান্য সচেতনতা পারে আরেকজনকে আক্রান্ত হওয়া থেকে বাঁচাতে।সচেতনতা হিসেবে আমরা জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া, বাসা থেকে বের হলে অব্যশই মুখে মাস্ক দিয়ে বের হওয়া, স্যানিটাইজার দিয়ে হাতসহ আরো অন্যান্য অঙ্গ জীবাণু মুক্ত রাখা, বাহির থেকে এসে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়া, অযথা মুখ, নাক ও চোখ স্পর্শ করা থেকে বিরত  থাকা, হাচি-কাশি দেওয়ার সময় কাপড় কিংবা টিসুৎ দিয়ে মুখ ঢাকা, মাছ-মাংস রান্না করার সময় ভালোবাবে সিদ্ব করা ইত্যাদি কাজগুলো করতে পারি। এখন পযর্ন্ত করোনা ভাইরাসের  নির্ভরযোগ্য কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। এই ভাইরাসের  ঝুঁকিতে রয়েছে শিশু ও বৃদ্বরা।

সচেতনতা ছাড়া করোনা ভাইরাস মোকাবেলা সম্ভব না। সচেতন না হলে বাংলাদেশের মত একটি গণবসতিপূর্ন দেশে করোনা মহামারী আকার ধারণ করতে পারে।আপন সচেতনতা পরের নিরাপত্তা এই চিন্তা মাথায় নিয়ে আমাদের এই ভাইরাসকে মোকাবেলা করতে হবে।

লেখকঃ রাকিবুল হাসান
অর্থনীতি বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাঠকের মন্তব্য