সবাইকে জানিয়ে দান করলে সেটার উদ্দেশ্য নষ্ট হয়ে যায় 

সবাইকে জানিয়ে দান করলে সেটার উদ্দেশ্য নষ্ট হয়ে যায় 

সবাইকে জানিয়ে দান করলে সেটার উদ্দেশ্য নষ্ট হয়ে যায় 

করোনাভাইরাস মোকাবিলায় সরকারের পাশে এসে দাঁড়িয়েছেন বলিউড তারকারা। ইতিমধ্যে বেশ করয়েক তারকা অভিনেতার সহায়তা দানের খরব বেরিয়েছে। এমন পরিস্থিতিতে কিং খান শারুখ চুপ কেন? সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা প্রশ্ন। তবে এর উত্তরে শারুখ খান কি বললেন?

'চ্যারিটি করতে হলে তা সম্মান আর ডিগনিটির সঙ্গে করা উচিত। কোনও বিশেষ কারণে কিছু কাউকে যদি দিতেই হয়, সেটা সকলকে জানিয়ে দিলে সেই উদ্দেশ্য নষ্ট হয়ে যায়।' এভাবেই বললেন শারুখ খান।

আর করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর করোনা রিলিফ ফান্ডে ২৫ কোটি টাকার অনুদান দেন অভিনেতা অক্ষয় কুমার। ২৫ হাজার দিন মজুরের দায়িত্ব নিয়েছেন সলমন খান। রজনীকান্ত, প্রভাস-সহ একাধিক দক্ষিণী তারকাও সাহায্যের হাত বাড়িয়ে দেন দেশবাসীর প্রতি। 

প্রসঙ্গত, শাহরুখ খান প্রতিষ্ঠিত এনজিও মীর ফাউন্ডেশন সমাজের অ্যাসিড আক্রান্ত মহিলাদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে কাজ করে চলেছে দীর্ঘদিন ধরে। ওড়িশার সাতটি গ্রামে বিদ্যুত পৌঁছে দিয়েছেন ২০০৯ সালে। এই রকম বহু উদাহরণ উঠে এসেছে শাহরুখ ভক্তদের প্রতিবাদী টুইটে।

পাঠকের মন্তব্য