করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে হাসপাতালে নুসরাতের বাবা

করোনার লক্ষণ নিয়ে হাসপাতালে নুসরাতের বাবা

করোনার লক্ষণ নিয়ে হাসপাতালে নুসরাতের বাবা

করোনাভাইরাসের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী তথা তৃণমূল সংসদ সদস্য নুসরাত জাহানের বাবা। রোববার (১২ এপ্রিল) রাতে তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নুসরাতের বাবার জ্বর, কাশি এবং শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। ডায়াবেটিসের সমস্যাও রয়েছে তার। ভর্তির পর নুসরাতের বাবাকে ইনসুলিন দেয়া হয়েছে। সোমবার তার লালা রসের নমুনা পরীক্ষা করা হবে।

প্রসঙ্গত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে আট হাজার। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন আরও ৯০৯ জন। মৃত ৩৪ জন। এ নিয়ে মোট মৃত ২৭৩ জনে দাঁড়িয়েছে।

পাঠকের মন্তব্য