মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর গানম্যানের গুলিতে একজন নিহত

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর গানম্যানের গুলিতে একজন নিহত

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর গানম্যানের গুলিতে একজন নিহত

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গানম্যান এ এস আই কিশোরের গুলিতে একজন নিহত এবং অপর আরেকজন গুরুতর আহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ৯টার দিকে কালিয়াকৈরের কুতুবদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম শহীদ (২৮)। আহতের নাম মুহিম (২৭)। তাকে গুলিবিদ্ধ অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।। ওই ঘটনার পর পরই গানম্যান কিশোর পলাতক রয়েছেন। 

জানা গেছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর এই গানম্যান এ এস আই কিশোর কুমার সরকার একজন মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসার ভাগাভাগি নিয়ে এই কিশোর কুমার গুলি করে মেরেছে গাজীপুরের কালিয়াকৈরের যুবক মোহাম্মদ শহীদকে, আরেক যুবক মহিন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ।

পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কিশোর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গানম্যান বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার। গুরুতর আহত অবস্থায় মহিম নামের একজনকে সাভারের এনাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার।

পাঠকের মন্তব্য