ফুসফুস ক্যান্সারে আক্রান্ত জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত

ফুসফুস ক্যান্সারে আক্রান্ত জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত
ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। তার ক্যান্সারটি বর্তমানে তৃতীয় ধাপে রয়েছে। আজ বুধবার এসব তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, গত শনিবার সন্ধ্যায় হঠাৎই শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয় সঞ্জয় দত্তের। পরে তাকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অক্সিজেনের মাত্রা ওঠা-নামা করায় করোনাভাইরাস পরীক্ষা করা হয়। কিন্তু রিপোর্ট নেগেটিভ আসে। পরে আরো কিছু পরীক্ষা করলে ধরা পড়ে তিনি প্রাণঘাতী ফুসফুস ক্যান্সারের তৃতীয় ধাপে রয়েছেন।
আরো জানানো হয়, বর্তমানে ৬১ বছর বয়সী এই অভিনেতার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। গত সোমবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে এসেছেন। খুব শিগগিরই চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাবেন ‘মুন্না ভাই’ খ্যাত এই অভিনেতা।
সঞ্জয়ের এক বন্ধু জানান, সঠিক সময়ে চিকিৎসা করলে ক্যান্সারের তৃতীয় পর্যায় থেকেও সুস্থ হয়ে ওঠা যায়। তাই আশা করা হচ্ছে সঞ্জয় দত্তও খুব শিগগিরই সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন।
এদিকে নিজের অসুস্থতার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে টুইট করে জানিয়েছেন সঞ্জয় দত্ত নিজেই। টুইট বার্তায় তিনি বলেন, অসুস্থতা ও চিকিৎসার জন্য কাজ থেকে সাময়িক সময়ের জন্য বিরতি নিচ্ছি। পরিবার ও বন্ধুরা তার সাথে আছে। তাই কেউ উদ্বিগ্ন হবেন না। পাশাপাশি তার অসুস্থতা নিয়ে অহেতুক কিছু অনুমান করবেন না। ভক্তদের ভালোবাসা ও শুভেচ্ছা সাথে থাকলে খুব শিগগরিই সুস্থ হয়ে উঠবেন তিনি।
সঞ্জয় দত্তের ক্যান্সার আক্রান্তের খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর গোট বলিউডে নেমে আসে বিষাদের ছায়া। অনেক অভিনেতা ও ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের মন খারাপ করা অনুভূতি জানিয়ে ‘মুন্না ভাই’য়ের সুস্থতা কামনা করেন।
পাঠকের মন্তব্য