সন্তান নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন দীপিকা

সন্তান নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন দীপিকা

সন্তান নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন দীপিকা

তারকা জুটি আনুশকা শর্মা-বিরাট কোহলি নিজেদের প্রথম সন্তানের আগমনের ঘোষণার দেওয়ার পর থেকে প্রায় একই সময়ে বিয়ের পিঁড়িতে বসা বলিউড অভিনেত্রী সোনম কাপুর, দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়ার মা হওয়া নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। ভক্তদের অনেকেই জানতে চাইছেন সন্তান নিয়ে তাদের পরিকল্পনার কথা।

কিছুদিন আগে দীপিকা পাড়ুকোন সন্তান নিয়ে তার পরিকল্পনার কথা জানিয়ে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন একটি ভারতীয় গণমাধ্যমে। সেখানে দীপিকা জানান, কেউ যদি দীর্ঘ সময় ডেটিং করে সমাজ জানতে চায় কবে তারা বিয়ে করবে। আর বিয়ে হলেই সবাই জানতে চায় সন্তান নিয়ে পরিকল্পনার কথা। তার ভাষায়, মানুষের কথায় তিনি এখন আর অবাক হন না।

দীপিকা আরও জানান, তিনি ও রণবীর সিং-দুজনেই বাচ্চা পছন্দ করেন। তারা অবশ্যই সন্তান আশা করেন। তবে তা এখনই নয়।

দীপিকার ভাষায়, ক্যারিয়ারের এ সময় তারা সন্তান নিতে চান না। নেওয়া ঠিকও হবে না। তিনি জানান, এ মুহূর্তে সন্তান নেয়ার কথা ভাবছেনও না তারা।

২০১৮ সালের ১৪ নভেম্বর ঘনিষ্ঠ কিছু বান্ধব ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে দীপিকা-রণবীর বিয়ে করেন ইতালিতে। করোনাভাইরাসের সংক্রমণ ও লকডাউনের কারণে গত চার মাস এই তারকা জুটি বাড়িতেই কোয়ারেন্টাইনে ছিলেন।

শিগগিরই এই জুটি কাজে ফিরবেন কবীর খানের '৮৩' ছবির মধ্য দিয়ে। এতে ক্রিকেটার কপিল দেবের ভূমিকায় দেখা যাবে রণবীরকে আর তার স্ত্রী রমি দেবের চরিত্রে অভিনয় করবেন দীপিকা। এ বছর বড়দিনের উৎসবে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ ছবি ছাড়াও শাকিব বাত্রার পরবর্তী ছবি 'অনন্যা পান্ডে' তে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।  এছাড়া রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন সিদ্ধান্ত চতুর্বেদী এবং লুভ রঞ্জনের পরবর্তী ছবিতে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

পাঠকের মন্তব্য