বাইক দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা হিরো আলম

বাইক দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা হিরো আলম
বাইক দুর্ঘটনায় গুরুতর জখম অভিনেতা হিরো আলম। বিয়ে বাড়ির নিমন্ত্রণ রক্ষা করতে যাওয়ার পথে আহত হন তিনি। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। রবিবার এমনই খবর মিলেছিল। যদিও পরে শোনা যায় পুরো খবরটিই ভুয়ো।
রবিবার শোনা যায়, নেত্রকোনা জেলার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের শান্তিপুর কালামার্কেট এলাকায় হিরো আলম পথ দুর্ঘটনার শিকার হয়েছে। বাইক চালিয়ে দুর্গাপুর থেকে জারিয়ার পথে একটি বিয়ে বাড়িতে যাচ্ছিলেন হিরো আলম। পিছনে ছিল সুজন মিঞাঁ নামের এক ২৫ বছরের যুবকের বাইক। তাঁর বাইকে আরও দুই বরযাত্রী ছিলেন। আচমকা সুজনের বাইকটি পিছন থেকে হিরো আলমের বাইকে ধাক্কা মারে। ধাক্কার চোটে দু’টি বাইকই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে পড়ে যায়। ঘটনাস্থলেই সুজন মিঞাঁ-সহ দু’জনের মৃত্যু হয়। গুরুতর জখম হন হিরো আলম। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এ যাত্রায় প্রাণে রক্ষা পেয়েছেন হিরো আলম। তবে তাঁর চোট বেশ গুরুতর। আপাতত বেশ কয়েকদিন তাঁকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে বলেও শোনা গিয়েছিল।
এরই মধ্যে বাংলাদেশের সংবাদমাধ্যমের একাংশ দাবি করে, হিরো আলম কোনও দুর্ঘটনার শিকার হননি। আলম বর্তমানে বাংলাদেশের কাকরাইল এলাকায় রয়েছেন। সেখানে ‘সাহসী হিরো আলম’ নামের ছবির শুটিং করছেন। বাংলাদেশে সিনেমা হল খুললেই ছবিটি রিলিজ করার পরিকল্পনা রয়েছে তাঁর।
৩৫ বছরের হিরো আলমের আসল নাম আশরাফুল আলম সাঈদ। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দারুণ জনপ্রিয় তিনি। তাঁর গানের ভিডিওগুলি হাসির খোরাক হলেও অনলাইনে লক্ষ লক্ষ মানুষ তা দেখে ফেলেছেন। মিউজিক ভিডিওর পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন আলম। তাঁর জীবনের উপর ভিত্তি করেই নাটক তৈরি করেছিলেন ন্যাশনাল স্কুল অফ ড্রামার মহেশ রূপরাও ঘোড়েশ্বর। মুম্বই ও আহমেদাবাদে মঞ্চস্থ হয়েছিল নাটকটি।
পাঠকের মন্তব্য