করোনা ভাইরাসে আক্রান্ত অভিনেত্রী তানজিন তিশা

করোনা ভাইরাসে আক্রান্ত অভিনেত্রী তানজিন তিশা
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। করোনা পরীক্ষার দুদিন আগে থেকেই তিশার জ্বর। স্বাদ-ঘ্রাণ পাচ্ছিলেন না। এদিকে হাতে তার বেশ কয়েকটি কাজ। নিজ উদ্যোগে হাসপাতালে গিয়ে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেন তিনি।
রোববার (৪ অক্টোবর) রাতে তার কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
তিশা বলেন, জ্বর আর স্বাদ না পাওয়া ছাড়া আর তেমন সমস্যা হচ্ছে না। হালকা কাশি আছে। এখন আইসোলেশনে আছি। শুটিং ও সব কাজ বাতিল করেছি। তিশা আরও বলেন, একা রুমে আছি। বাইরে খাবার রেখে যাওয়া হচ্ছে। এরপর নিয়ে খাচ্ছি। এভাবেই ১৪ দিন কাটবে।
পাঠকের মন্তব্য