সরকার পতনের কোনো বিকল্প নাই : মির্জা ফখরুল

সরকার পতনের কোনো বিকল্প নাই : মির্জা ফখরুল

সরকার পতনের কোনো বিকল্প নাই : মির্জা ফখরুল

ক্ষমতায় টিকে থাকতেই সরকার অপরাধীদের মদদ দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ শুক্রবার (০৯ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানবন্ধনে এসব কথা বলেন দলের নেতারা।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের ছত্রছায়ায় অপরাধ সংঘটিত হচ্ছে। দেশের বর্তমান পরিস্থিতির জন্য বিচারহীনতার সংস্কৃতি দায়ী বলে অভিযোগ করেন তিনি।

অবস্থার পরিবর্তনে সরকার পতনের কোনো বিকল্প নাই বলেও দাবি করেন মির্জা ফখরুল। সরকার বিরোধী আন্দোলনে সবাইকে শরিক হওয়ারও আহবান জানান বিএনপির মহাসিচিব।

এ সময় চলমান অরাজক পরিস্থিতির জন্য সরকারের পদত্যাগের দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

পাঠকের মন্তব্য