ইমন-সালওয়া’র “বীরত্ব” 

ইমন-সালওয়া’র “বীরত্ব” 

ইমন-সালওয়া’র “বীরত্ব” 

গত ২ অক্টোবর থেকে গোয়ালন্দ, দৌলতদিয়া যৌনপল্লী সহ রাজবাড়ী ও ফরিদপুরের বিভিন্ন লোকেশনে সাইদুল ইসলাম রানা’র প্রথম সিনেমা বীরত্ব’র শুটিং শুরু হয়। বীরত্ব চলচিত্রের মধ্য দিয়ে প্রথম বারের মত একসঙ্গে জুটি বেধে বড় পর্দায় হাজির হচ্ছেন চিত্রনায়ক মামুনুন হাসান ইমন ও নবাগতা চিত্রনায়িকা নিশাত নাওয়ার সালওয়া। সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন বড়দা মিঠু, আহসান হাবীব নাসিম, নিপুন ও ইন্তেখাব দিনার প্রমুখ। 

শুটিং সেটে চিত্রনায়ক ইমনের কাছে বীরত্ব সিনেমা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, এখন বেশী কিছু বলতে চাই না তবে বীরত্ব সিনেমায় দর্শকরা আমাকে মফস্বলের একজন এমবিবিএস ডাক্তারের চরিত্রে দেখতে পাবে। শুটিং সেটে সিনেমাটি নিয়ে আরও কথা হয় নবাগতা চিত্রনায়িকা নিশাত নাওয়ার সালওয়া’র সাথে তিনি বলেন, বীরত্ব সিনেমার গল্পটা অনেক সুন্দর। দর্শক ভালো কিছু পেতে যাচ্ছে।

৯ দিন এক টানা শুটিংয়ের পর ১০ অক্টোবর রাতে শেষ হয় সিনেমাটির ১ম লটের শুটিং। পিংপং এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন নির্মাতা সাইদুল ইসলাম রানা নিজেই।

পাঠকের মন্তব্য