সিনেমা হলগুলোতে চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি দিলো সরকার

সিনেমা হলগুলোতে চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি দিলো সরকার
আগামী ১৬ অক্টোবর (শুক্রবার) থেকে সারাদেশের সিনেমা হলগুলোতে চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি দিয়েছে সরকার।
কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি পালন ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে সিনেমা হলের আসন সংখ্যার কমপক্ষে অর্ধেক খালি রাখা সাপেক্ষে এ অনুমতি দেওয়া হয়।
তথ্য মন্ত্রণালয় বুধবার (১৪ অক্টোবর) এ সংক্রান্ত একটি পত্র জারি করেছে।
এর আগে চলচ্চিত্র অঙ্গনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খোলার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছিলেন।
পাঠকের মন্তব্য