আইয়ুব বাচ্চুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

আইয়ুব বাচ্চুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
রক লিজেন্ড আইয়ুব বাচ্চুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৮ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান এলআরবির প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চু।
আইয়ুব বাচ্চু, যার গিটারের উন্মাতাল ঝংকার আর কণ্ঠের জাদুতে এখনো মন্ত্রমুগ্ধ শ্রোতা। ১৯৬২ সালের ১৬ই আগষ্ট চট্টগ্রামে জন্ম গিটার মায়েস্ত্রো আইয়ুব বাচ্চুর। ১৯৭৬ সালে আগলি বয়েজ ব্যান্ডের মাধ্যমে পা রাখেন সঙ্গীত ভূবনে। দীর্ঘ ক্যারিয়ারে নিজের ব্যান্ড এলআরবিকে সাথে নিয়ে হয়ে ওঠেন বাংলার রক গানের অন্যতম কান্ডারী। প্লেব্যাকেও ছিলেন দুর্দান্ত সফল।
রক, হেভিমেটাল, ব্লুজ, জ্যাজ, ফ্লামিংগো, নিওক্লাসিক্যাল, উপমহাদেশীয় শাস্ত্রীয় সংগীতসহ বৈচিত্র্যময় সব ধারায় গিটার বাজিয়ে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা গিটার বাদক হিসেবে প্রতিষ্ঠিত করেন নিজেকে। আইয়ূব বাচ্চুর প্রথম প্রকাশিত একক অ্যালবাম রক্তগোলাপ। আইয়ূব বাচ্চুর সফলতার শুরু দ্বিতীয় অ্যালবাম ময়না’র মাধ্যমে। তিনি বেশ কিছু বাংলা ছবিতে প্লে-ব্যাকও করেছেন। এছাড়া অসংখ্য অ্যালবামেও কণ্ঠ দিয়েছেন আইয়ুব বাচ্চু।
২৭টি অ্যালবাম, ১২টি চলচ্চিত্রে প্লেব্যাক ছাড়াও বিজ্ঞাপনের জিংগেল তাকে নিয়ে গেছে খ্যাতির শীর্ষে। কনসার্টে তার পরিবেশনা মানেই যেন তারুণের উচ্ছ্বাস।
পাঠকের মন্তব্য