চিকিৎসায় সাড়া দিচ্ছেন না সৌমিত্র চট্টোপাধ্যায়

চিকিৎসায় সাড়া দিচ্ছেন না সৌমিত্র চট্টোপাধ্যায়

চিকিৎসায় সাড়া দিচ্ছেন না সৌমিত্র চট্টোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের বর্ষিয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় চিকিৎসায় সাড়া দিচ্ছেন না বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। গত ৭২ ঘণ্টায় তার আচ্ছন্ন ভাব কাটেনি বলে জানিয়েছেন তার চিকিৎসক দলের প্রধান অরিন্দম কর।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের আচ্ছন্ন ভাব বেড়েছে জানিয়ে ডা. অরিন্দম বলেন, ‘বিষয়টা কোন দিকে যাচ্ছে নিশ্চিত নই। টেস্টের রিপোর্ট পেয়েছি। আমাদের অনুমান, কোভিডের ফলে এনসেফেলোপ্যাথির জেরে এমনটা হচ্ছে।’

তিনি আরও জানান, স্টেরয়েড প্রয়োগ ও অন্যান্য প্রচেষ্টাতেও সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাড়া মিলছে না। তার ফুসফুস ও রক্তচাপ ঠিক থাকলেও প্লাটিলেট কমে গেছে। রক্তে ইউরিয়া ও সোডিয়ামের মাত্রা বেড়েছে।

সৌমিত্র চট্টোপাধ্যায় গেল সপ্তাহে বিপদ কিছুটা কাটিয়ে উঠেছিলেন বলে জানান তার চিকিৎসকরা। তবে শুক্রবার তার স্নায়ুর সমস্যা বাড়ে।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসা চলছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্নায়ুরোগ বিশেষজ্ঞদের পরামর্শে। 
গত ৬ অক্টোবর থেকে কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন সৌমিত্র। ৯ অক্টোবর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইটিইউতে নেওয়া হয়।

পাঠকের মন্তব্য