ইতিহাসে এই দিন

১৮১৩ খ্রিস্টাব্দের ৬ই নভেম্বর ল্যাটিন আমেরিকার স্বাধীনতাকামী নেতা সিমন বলিভার ভেনিজুয়েলা মুক্ত করার প্রথম যুদ্ধে উপনিবেশবাদী শক্তি স্পেনের বিরুদ্ধে জয়লাভ করেন। ঐ যুদ্ধে স্পেনের ১৩ হাজার সেনার বিশাল বাহিনী সিমন বলিভারের মাত্র সাড়ে ৬ হাজার স্বাধীনতাকামী যোদ্ধার কাছে পরাজিত হয়। সিমন বলিভার আরো কয়েকটি যুদ্ধে স্প্যানিশ বাহিনীর বিরুদ্ধে বিজয়লাভের মাধ্যমে ভেনিজুয়েলাকে ঐ উপনিবেশবাদী শক্তির কবল থেকে মুক্ত করতে সক্ষম হন। এরপর তিনি তার স্বাধীনতাকামী যোদ্ধাদের নিয়ে ল্যাটিন আমেরিকার আরো কয়েকটি দেশ মুক্ত করার সংগ্রামে যোগ দেন।
১৮২২ খ্রিস্টাব্দের ৬ই নভেম্বর ফ্রান্সের বিশিষ্ট রসায়নবিদ ক্লোদ লুইস বার্তোলে পরলোকগমন করেন। তিনি ১৭৪৮ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং রসায়ন বিজ্ঞানের ওপর গবেষণার কাজে জীবনের অধিকাংশ সময় অতিবাহিত করেন। তিনি ক্লোরিনের একটি বিশেষ গুণ সনাক্ত করতে সক্ষম হন এবং সর্বপ্রথম টেক্সটাইল সামগ্রি সাদা করার কাজে ক্লোরিন ব্যবহার করেন। লুইস বার্তোলে রসায়ন বিজ্ঞানের অন্যান্য শাখায়ও অনেক মূল্যবান গবেষণা রেখে গেছেন।
১৮৬০ খ্রিস্টাব্দের ৬ই নভেম্বর যুক্তরাষ্ট্রের ক্রীতদাস বিরোধী আন্দোলনের নেতা আব্রাহাম লিঙ্কন দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার শাসনামলে ক্রীতদাস প্রথার পক্ষ ও বিপক্ষ শক্তির মধ্যে বেশ কয়েকটি যুদ্ধ হয় এবং এসব যুদ্ধে ক্রীতদাস প্রথা বিলুপ্ত করার পক্ষ বিজয়ী হয়। লিঙ্কন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেই ক্রীতদাস প্রথা বিরোধী সংগ্রাম শুরু করেছিলেন। তিনি ১৮৬৫ খ্রিস্টাব্দে ক্রীতদাস প্রথার সমর্থক এক উগ্র ব্যক্তির হাতে নিহত হন।
১৯৩৭ খ্রিস্টাব্দের ৬ই নভেম্বর বেনিতো মুসোলিনি'র নেতৃত্বাধীন ইতালি-জাপান ও জার্মানীর মধ্যকার মৈত্রি চুক্তিতে যোগদান করেন। এর ফলে বার্লিন, টোকিও এবং রোমের মধ্যে ত্রিপক্ষীয় রাজনৈতিক ও সামরিক অক্ষশক্তি গড়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই তিন দেশ একত্রে মিত্র শক্তির বিরুদ্ধে লড়াই করেছিল।
১৯৭৮ সালের ৬ই নভেম্বর ইরানের সাবেক স্বৈরাচারি শাসক রেজা শাহর পদলেহী সামরিক শাসক জেনারেল আযহারির ক্ষমতা গ্রহণের প্রতিবাদে সারা দেশে প্রতিবাদের ঝড় বয়ে যায়। ইরানের সংগ্রামী মুসলিম জনতা ঘোষণা করে, মার্কিন যুক্তরাষ্ট্রের তাবেদার রেজা শাহ সরকারের বাহ্যিক চেহারায় যত পরিবর্তনই আনা হোক না কেন, এর ফলে ইসলামী বিপ্লবকে চুড়ান্ত বিজয় অর্জন থেকে বিরত রাখা যাবে না। ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনী (রহ:) ঐ বছরের ১৩ই অবন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর শাহ সরকারের চালানো গণহত্যার প্রতিবাদ জানিয়ে এদিন বিদেশ থেকে ইরানী জাতির উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ বাণী পাঠান। ইমাম তার ঐ বাণীর একাংশে বলেছিলেন : আপনারা ইরানের সাহসী জনগণ প্রমাণ করেছেন, ট্যাংক ও মেশিনগানসহ সব ধরনের অস্ত্রসস্ত্রে জং ধরে গেছে এবং অত্যাচারী শাসকবর্গ জনগণের লৌহসম সংকল্পের কাছে অসহায় হয়ে পড়েছে।
৪৩৯ হিজরির আজকের দিনে বিখ্যাত মুসলিম হাদিস বিশারদ আবুল হাসান লা'ব ইন্তেকাল করেন। তিনি হাদিস গবেষণার ওপর বিশাল এক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন এবং বহু আরব আলেম তার ক্লাসে এসে তার মূল্যবান বক্তব্য থেকে উপকৃত হতেন। এসব আলেমের মধ্যে সে যুগের বিখ্যাত ইতিহাসবিদ ও বিজ্ঞানী খাতিবে বাগদাদির নাম উল্লেখ করা যায়। খাতিবে বাগদাদি তার বিভিন্ন ইতিহাস গ্রন্থে নিজের শিক্ষক আবুল হাসান লা'বের নাম উল্লেখ করেছেন।
৭১৩ বছর আগে ৭১৬ হিজরির আজকের দিনে দামেস্কের বিখ্যাত ক্যালিওগ্রাফিস্ট ইবনে বাসিস মৃত্যুবরণ করেন। ৬৫১ হিজরিতে দামেস্কে তার জন্ম হয়েছিল। তিনি দীর্ঘ ৫০ বছর ক্যালিওগ্রাফির ওপর প্রশিক্ষণ দানের কাজ করেন এবং বহু মেধাবী ছাত্র তৈরি করতে সক্ষম হন। এই মুসলিম ক্যালিওগ্রাফিস্ট বৃদ্ধ বয়সে স্বর্ণের কালি দিয়ে এক খন্ড কোরআন শরীফ লেখার কাজ সম্পন্ন করেন।
১৬৭ বছর আগে হিজরি ১২৬২ সালের আজকের দিনে বিশিষ্ট আলেম ও ফকীহ আয়াতুল্লাহ ফেদায়ি অস্তনি মৃত্যুবরণ করেন। তিনি বাল্যকালেই পবিত্র কোরআন এবং ধর্মীয় জ্ঞানে পারদর্শী হয়ে ওঠেন। জ্ঞান অর্জনের জন্য তিনি বিভিন্ন শহর ঘুরে বেড়ান এবং অবশেষে একজন বিশেষজ্ঞ আলেমে পরিণত হন। এরপর আয়াতুল্লাহ অস্তনি শিক্ষকতার মহান পেশায় আত্মনিয়োগ করেন এবং বেশ কিছু মূল্যবান গ্রন্থ রচনা করেন। মুসলিম ঐতিহাসিকরা আয়াতুল্লাহ অস্তনিকে মোত্তাকি, আমানতদার, ধৈর্যশীল এবং উত্তম আচরণের অধিকারী বলে উল্লেখ করেছেন।

   


পাঠকের মন্তব্য