'শান্তি কন্যা' (!) উপাধি দেখে এমপি লজ্জা পাবেন তো 

ইজাজ আহমেদ মিলন

ইজাজ আহমেদ মিলন

মানুষকে কি বোকা ভাবেন ? ফাজলামির একটা মাত্রা থাকা দরকার। সংরক্ষিত আসনের এক এমপিকে ' শান্তি কন্যা ' উপাধি কে দিয়েছে? ফেসবুকে দেখছি তার নামের আগে 'শান্তি কন্যা' বিশেষণটি ভাইরাল হয়েছে। ওই এমপি তার নামের আগে এমন বিশেষণ দেখে নিশ্চয়ই লজ্জায় লাল হয়ে যাবেন। যদি নাকে মুখে লজ্জা থাকে। মাননীয় প্রধানমন্ত্রীর মহানুভবতায় তিনি সংরক্ষিত আসনের এমপি হয়েছেন। ভালো কথা। (উল্লেখ্য, এমপি হওয়ার পর দুই ঈদে দু'টি ঈদ কার্ড পাঠিয়ে আমাকে জানান দিয়েছিলেন তিনি এমপি হয়েছেন) এই এমপি সাহেব কী শান্তি প্রতিষ্ঠা করেছেন ? জানাতে পারবেন কেউ ? উদ্ভট ও আজগবি এমন উপাধি দিয়ে কেউ মাননীয় এই এমপিকে লজ্জায় ফেলবেন না। অতি উৎসাহের কারণে অনেক সময় দারুণ সম্ভাবনাকেও হারাতে হয়। 

ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক : Izaz Ahmed Milon

লেখক : কবি, লেখক ও সাংবাদিক 

পাঠকের মন্তব্য