২ মাস আগে বিয়ে পুনম পান্ডের; ৬ মাসের অন্তঃসত্ত্বা 

২ মাস আগে বিয়ে পুনম পান্ডের; ৬ মাসের অন্তঃসত্ত্বা 

২ মাস আগে বিয়ে পুনম পান্ডের; ৬ মাসের অন্তঃসত্ত্বা 

বলিউডের আলোচিত সমালোচিত মডেল-অভিনেত্রী পুনম পান্ডে। ২ মাস আগে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। তবে এখন শোনা যাচ্ছে, ৬ মাসের অন্তঃসত্ত্বা এ মডেল।

এর আগে, গত ১ সেপ্টেম্বর বয়ফ্রেন্ড স্যাম বোম্বের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন মডেল-অভিনেত্রী পুনম পান্ডে। একেবারে খাঁটি ভারতীয় সাজে বিয়ের পিঁড়িতে বসেন তিনি।

এদিকে বিয়ের পর গোয়ায় হনিমুন করতে গিয়ে সরকারি এলাকায় অশ্লীল ভিডিও শুট করায় আইনি ঝামেলার মধ্যেও পড়তে হয়েছে পুনমকে। এসব ঝামেলা শেষ হতে না হতে এবার খবর এলো তার অন্তঃসত্ত্বা হওয়ার।

জানা গেছে, এখন ৬ মাসের গর্ভবতী পুনম পাণ্ডে। এমনকি তিনি গোয়ায় গিয়ে চিকিৎসকের শরণাপন্নও হয়েছিলেন।  অবশ্য এই খবরকে মিথ্যা বলে উড়িয়ে দিলেন পুনম পাণ্ডে। জানালেন, তিনি প্রেগন্যান্ট নন। 

পাঠকের মন্তব্য