উপেন্দ্র নাথ বাবু এর কবিতা : 'শীত বরণ'

উপেন্দ্র নাথ বাবু এর কবিতা : 'শীত বরণ'
শীত বরণ
উপেন্দ্র নাথ বাবু
শীতের চাদর জড়িয়ে গায়ে
হেমন্তের আগমন,
বাংলার আকাশ মাটি বাতাস
নব অবগাহন।
গাছিরা সব খেজুর গাছে
ঝুলায় মাটির হাড়ি,
কদিন বাদে উঠবে আমন
চাষী ভায়ের বাড়ী।
কৃষাণ বধু স্বপন আঁকে
ভরবে গোলা ধানে,
নতুন ধানে পিঠা পুলি
লাগে দোলা প্রাণে।
শিশির ঝরা জোছনা রাতে
মায়াবী অনুক্ষণ,
ঊদাস মনে ছোঁয়া লাগে
শিঊলী ফুলের পতন।
বনের ধারে শেয়াল ডাকে
মুরগী লুকায় খোপে,
জোনাক পোকা আলো জ্বালে
পথের ধারে ঝোপে।
আমি তখন বিভোর হয়ে
আকাশে কান পাতি,
ঝিরিঝিরি হিমেল বায়ে
ছন্দে কাটে রাতি।
কুয়াশা ঘেরা নিশি ভেঙে
সূর্য ওঠে ভোরে,
দোয়েল পাখি শিস দিয়ে যায়
জাগরে তোরা ওরে।
বলদিয়া;
১৮/১১/২০১৮
পাঠকের মন্তব্য