প্রত্যেক কওমী মাদ্রাসাতে সিসি ক্যামেরা স্থাপন চাই

প্রত্যেক কওমী মাদ্রাসাতে সিসি ক্যামেরা স্থাপন চাই
জাতিকে লুত জাতির পাপ থেকে রক্ষা করতে হলে প্রত্যেক কওমী মাদ্রাসাতে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলেও এর বিকল্প নেই।
আল্লাহ বলেন, ..‘এবং লুতকেও আমি নবী রূপে প্রেরণ করেছিলাম। সে তার কওমকে বলল, তোমরা এমন নিকৃষ্ট কর্ম করে চলেছ যা তোমাদের আগে পৃথিবীতে কেউ করেনি।
তোমরা যৌনতৃপ্তি পূরণের জন্য নারীদের ছেড়ে পুরুষদের কাছে গমন করছ, আসলে তোমরা সীমালঙ্ঘনকারী কওমে পরিণত হয়েছ। লুতের কওমের লোকদের একথা ছাড়া কোনো উত্তর ছিল না যে, তারা বলল, তাকে তোমাদের আবাস ভূমি হতে বের করে দাও। তারা পবিত্রতা পছন্দকারী শ্রেণীর মানুষ।
সুতরাং আমি লুত ও তার পরিবার পরিজনকে মুক্তি দিলাম তার স্ত্রীকে ছাড়া। কেননা সে ছিল পশ্চাদবর্তী দলের অন্তর্ভূক্ত। আমি তাদের প্রতি পাথর বৃষ্টি বর্ষণ করেছিলাম। তাই, লক্ষ্য কর যে, পাপীদের পরিণাম কি দাঁড়িয়ে ছিল।' (সূরা আল আ’রাফ, আয়াত (৮০-৮৪)।
ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক : Md Golam Sarwar
লেখক : গবেষক ও কলামিস্ট
পাঠকের মন্তব্য