আমরা আমাদের রাষ্ট্রকে ব্যর্থ হতে দিতে পারিনা

আমরা আমাদের রাষ্ট্রকে ব্যর্থ হতে দিতে পারিনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হলের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদককে বহিষ্কার করে বাংলাদেশ ছাত্রলীগ উচিত কাজ করেছে। এ ধরণের রেসিডিউ যেন সংগঠনে প্রবেশ করতে না পারে, ভবিষ্যতে আরো সাবধান হতে হবে। ওকে বরং বিশ্ববিদ্যালয় থেকেই বহিষ্কার করা দরকার। ছাত্রলীগ কোন তালেবানী দল নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আলিয়া মাদ্রাসা নয় এবং বাংলাদেশ আফগানিস্তান নয়।
ধর্মে যাই থাকুকনা কেন, বাংলাদেশ তা মানতে বাধ্য নয়। কারণ বাংলাদেশ কোন ধর্মরাষ্ট্র নয়। আমাদের একটি সংবিধান আছে। সেখানে যা যা আছে আমাদেরকে তার পক্ষে থাকতে হবে। সেটা অমান্য করলে তা হবে রাষ্ট্রদ্রোহ অপরাধ। দুঃখজনক সত্য হলো, এসব সরল আলাপের অবসান হয়েছিলো আজ থেকে পাঁচ দশক আগে। একটি ধর্মনিরপেক্ষ ও আধুনিক রাষ্ট্রের জন্যে তখন আমাদের পূর্বপুরুষদের অন্তত ত্রিশ লাখ জীবন দিয়েছিলেন।
এখন সেসব শহীদদের রক্তের ভূমির উপর দাঁড়িয়ে যারা তাঁদের সম্মানকে অবমাননা করবে তাদের কোন অধিকার নেই এদেশে থাকার।
আমরা ধর্মের বিরুদ্ধে নই। ব্যক্তি জীবনে আমরা নিজেরাও ধর্মপ্রাণ। প্রতিটি ক্রিটের প্রতিটি মানুষের ধর্মকর্ম পালন করা নিশ্চিত করার জন্যেই আমাদের সংগ্রাম। এখানে কোন ধর্মীয় আগ্রাসন বরদাশত করা হবেনা।
এবং ধর্ম আপনাকে পালন করতে হবে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এবং বড় জোর সামাজিক জীবনে শুদ্ধাচার মেনে। রাষ্ট্রীয়ভাবে এবং রাজনৈতিকভাবে ধর্মীয় সন্ত্রাস আমরা মেনে নিবোনা। এগুলোর নতিজা কি হতে পারে তা পাকিস্তান ও আফগানিস্তানের হালের অবস্থা দলিল হিসেবে আমাদের সামনে আছে।
আমরা আমাদের রাষ্ট্রকে ব্যর্থ হতে দিতে পারিনা। ছাত্রলীগ, যুবলীগ, বাম ছাত্র সংগঠনসহ সকল প্রগতিশীল সংগঠনগুলোর জাতির জন্যে কাজ করার এখন সবচেয়ে দরকারী সময়। আপনারা রাজপথে নেমে আসুন। অস্তিত্বের জানান দিন অস্তিত্ব রক্ষার জন্যে।
ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক : Md Golam Sarwar
লেখক : গবেষক ও কলামিস্ট
পাঠকের মন্তব্য