অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি

অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি
আবার ভারতে এক অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ফাইভ স্টার হোটেলের রুম থেকে উদ্ধার করা হল তামিল অভিনেত্রী ভিজি চিত্রার ঝুলন্ত দেহ। ২৮ বছরের ওই অভিনেত্রী তামিল সিনেমা ও সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন।
জানা গেছে, মঙ্গলবার রাতে ইভিপি ফিল্ম সিটিতে শুটিং শেষ করে রাত আড়াইর দিকে হোটেল রুমে ফিরে আসেন চিত্রা। সকাল বেলা উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। ঘটনাস্থলে হাজির রয়েছে পুলিশও।
সম্প্রতি তার ব্যবসায়ী হেমন্তের সঙ্গে তার বাগদান হয়েছিল। ঘটনাটি খুন নাকি আত্মহত্যা সেই বিষয়ে পুলিশ নিশ্চিত ভাবে এখনও কিছু জানায়নি। চিত্রার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
হতাশায় ভুগছিলেন অভিনেত্রী। তার জেরেই হয়তো এই মর্মান্তিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অভিনেত্রী। সাতসকালে এই ঘটনার খবর ছড়াতেই রীতিমতো হতবাক অভিনেত্রীর ফ্যানেরা। শোকস্তব্ধ তামিল চলচ্চিত্র জগত-ও। উল্লেখ্য, চলতি বছরে বড় পর্দার বেশ কজন তারকার এমন আকস্মিক মৃত্যু ঘটেছে। যার জেরে কেঁপে উঠেছে সিনে জগত। সুশান্ত সিং রাজপুতের মতো প্রতিভাবান অভিনেতার মৃত্যু ঘিরে আজও বিতর্ক রয়েছে, সেই মামলার তদন্তও চলছে। এছাড়া কদিন আগেই ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায় খ্যাত অভিনেতা সমীর শর্মার ঝুলন্ত দেহ উদ্ধার করে মুম্বইয়ের মালাড পুলিশ। এরপরে ফের একবার এল এমনই এক মৃত্যুর খবর। অকালে চলে গেলেন ২৮ বছরের ভিজি চিত্রা।
পাঠকের মন্তব্য