ইব্রাহিম হোসেন এর কবিতা : 'মহান স্বাধীনতা'

ইব্রাহিম হোসেন এর কবিতা : 'মহান স্বাধীনতা'
মহান স্বাধীনতা
ইব্রাহিম হোসেন
ঊনিশ শতো একাত্তরে
পাপ বাহিনীর শোষণ ডরে
কাঁপছিলো দেশ ভয়ে,
গোলাগুলির ঐ বর্ষণে
রক্তের ধারা খুন ধর্ষণে
যাচ্ছিলো সব সয়ে।
খুন ধর্ষণ যে বাড়তে থাকে
হত্যা করে যাকে তাকে
শত্রুসেনার লোকে,
মা ও বোনে সম্ভ্রম হারায়
কি করিবে ভেবে নাপায়
থাকে গভীর শোকে।
শেখ মজিবর অবশেষে
ডাক দিলেন যে বীরের বেশে
স্বাধীনতার হাঁকে,
বীর বাঙ্গালী অস্ত্র ধরে
প্রাণ পণে সব লড়াই করে
রণক্ষেত্রে থাকে।
নর ও নারী অস্ত্র হাতে
রক্ত ক্ষয়ে দিবা রাতে
ময়দানে যে এলো,
দুঃশাসনের বেড়ি ধরে
দীর্ঘ ন'মাস যুদ্ধ করে
স্বাধীনতা পেলো।
একাত্তরের ডিসেম্বরে
ভয় কাটিলো সবার ঘরে
মহান বিজয় ক্ষণে,
লাল সবুজের ঐ পতাকা
নীল আকাশের সব তারকা
জ্বলছে প্রতি মনে।
উল্লাসিত জনগণে
পুলকিত সর্বজনে
সুখ জোয়ারে ভাসে,
বিজয় হলো স্বাধীনতার
বাংলাদেশের ঐ পতাকার
কান্না ভুলে হাসে।
পাঠকের মন্তব্য