আজ ২৪ জানুয়ারী ১৯৭২ সাল : জেনে নিন আজকের এদিনে 

আজ ২৪ জানুয়ারী ১৯৭২ সাল : জেনে নিন আজকের এদিনে 

আজ ২৪ জানুয়ারী ১৯৭২ সাল : জেনে নিন আজকের এদিনে 

অত্যন্ত সাদাসিধা ভাবে স্বাধীন বাংলাদেশে গনঅভ্যুত্থান দিবস পালিত হয়। কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ও ছাত্রলীগ এ উপলক্ষে শহীদ মিনারে পুস্প স্তবক অর্পণ করেন। এখানে ছাত্রলীগের শাহজাহান সিরাজ এবং আব্দুল কুদ্দুস মাখন উপস্থিত ছিলেন।

মতিউরের স্কুল নবকুমার ইন্সটিটিউটে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এখানে উপস্থিত থেকে বক্তৃতা দেন মতিউরের পিতা, ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহজাহান সিরাজ, ডাকসু জিএস ও এমপিএ আব্দুল কুদ্দুস মাখন, ছাত্র ইউনিয়নের মুজাহিদুল ইসলাম সেলিম এবং শহীদ বিশ্বাস। ছাত্র ইউনিয়ন ঢাকা মেডিকেলের সামনে আসাদ স্থম্ভ পুনঃ নির্মাণ করে। এখানে উপস্থিত ছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম।

দিল্লীতে সোশালিস্ট ইন্ডিয়া সাময়িকী এর সাধারণতন্ত্র দিবস সংখ্যায় প্রকাশের জন্য দেয়া এক বানীতে ইন্দিরা গান্ধী বলেছেন বাংলাদেশের অভ্যুদয় এশিয়ার সর্বশ্রেষ্ঠ ঘটনা। বাংলাদেশ স্বাধীনতা সমতা ও ধর্মীয় সহিষ্ণুতার প্রেরনাদায়ক আদর্শের জন্য লক্ষ লক্ষ লোকের সংগ্রাম কষ্ট স্বীকার ও আত্মত্যাগের ফল। তিনি আরও বলেন শেখ মুজিবুর রহমান এই নবীন প্রজাতন্ত্রের যে লক্ষ্য নির্ধারণ করেছেন তাহা আমাদের লক্ষেরই অনুরূপ। আমাদের দুই দেশের অনুরূপ এই আদর্শ আমাদের স্থায়ী বন্ধুত্তে আবদ্ধ করেছে। বাংলাদেশের অভ্যুদয় জোট নিরপেক্ষ তার ভিত্তিকে অবশ্যই জোরদার করেছে।

রায় বেরিলিতে অপর এক জনসভায় ইন্দিরা গান্ধী বলেছেন পাকিস্তান বরতমান পরিস্থিতির বাস্তবতা মেনে নিলে ভারত পাকিস্তানের সাথে স্থায়ী বন্ধুত্ব গড়ে তুলবে। তিনি বলেন তিনি সংবাদ পত্রের মাধ্যমে জানিতে পেরেছেন যে ভূট্টো ভারতের সাথে সম্পর্ক স্থাপনে আগ্রহী। পাকিস্তান বন্ধুত্তের জন্য আগ্রহি হলে আমরাও প্রস্তুত। তিনি আশা প্রকাশ করেন পাকিস্তানী নেতৃবৃন্দ বন্ধুত্তের ব্যাপারে ভারতীয় মনোভাব বুঝতে পারবেন। তিনি বলেন উভয় দেশের বন্ধুত্ব ধীর গতিতে হবে।

ত্রান ও পুনর্বাসনমন্ত্রী এএইচএম কামরুজ্জামান রাজশাহী মাদ্রাসা ময়দানে এক বিশাল সমাবেশে বলেন যারা পুনর্বাসনের টাকা আত্মসাৎ করবে সরকার তাদের জনসম্মুখে বিচার করবে। তিনি বলেন বাংলাদেশের প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন ঘর বানিয়ে দেয়া হবে। তিনি জনগণকে আশ্বাস দিয়ে বলেন সরকার সকল এতিম ও বিধবাদের ভরণ পোষণের দায়িত্ব সরকার নেবে এবং যোগ্যতার ভিত্তিতে চাকুরী দেবে। যে সকল দেশপ্রেমিক শহীদ হয়েছেন তাদের সন্তানের লেখাপড়ার দায়িত্ব সরকার নেবে। সরকারী কর্মচারীদের পুরানো মনোভাব ত্যাগ করে ভালবাসা নিয়ে জনগনের সাথে মিশে যাবার জন্য তিনি উপদেশ দেন। তিনি বলেন এ সরকার বিপ্লবী সরকার এ সরকার কোন আমলাতন্ত্র সহ্য করবে না।

জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক এবং নবনির্বাচিত এম এন এ জয়দেবপুরে এক শ্রমিক সমাবেশে বলেছেন গৃহহীনদের পুনর্বাসনে যে দেশই হোকনা কেন শর্তহীন সাহায্যের প্রস্তাব করলে সরকার তা গ্রহন করবে। তিনি শ্রমিকদের দেশের পুনর্গঠন কাজে আত্মনিয়োগের উপদেশ দেন। সভায় সভাপতিত্ব করেন আব্দুস সাত্তার এবং আরও বক্তব্য রাখেন আব্দুর রহমান ও নুর মোহাম্মদ। এর আগে আব্দুল মান্নান শনিবার বরিশাল লঞ্চ ঘাটে এক শ্রমিক সভায় বক্তব্য রাখেন। তিনি মুক্তিযোদ্ধাদের অবিলম্বে অস্র সমর্পণের আহবান জানান। উল্লেখ্য জনাব মান্নান মুজিব বাহিনীর এক জন আঞ্চলিক কমান্ডার।
পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ প্রকাশ করেছেন যে চীন সরকার বাংলাদেশে তাদের কনস্যুলেট বন্ধ করায় সেখানের ৩৯ জন কর্মচারী ২টি বার্মিজ বিমানে করে ঢাকা ত্যাগ করেছে। গণচীন এ বিষয়ে বার্মার সহযোগিতা চাইলে বার্মা সরকার তাদের প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ সরকারের অনুমতি চায়। বাংলাদেশ সরকার অনুমতি দেয়ার পর বার্মা তাদের নেয়ার জন্য দুটি বিমান পাঠায়। তবে পিকিং এ পাকিস্তান দুতাবাসে কর্মরত সকল বাঙালি কর্মচারী যারা ফিরে আসতে চায় বার্মার তত্ত্বাবধানে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ বার্মার মাধ্যমে চীনা সরকারকে জানানো হয়েছে। বাংলাদেশ সরকার অবশ্য জানিয়েছে তারা বাংলাদেশে অবস্থান করলে বাংলাদেশ খুশী হত। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন তার দেশ চীনের সাথে কোনরূপ শত্রুতা কামনা করেনা। বাংলাদেশ চীনের জন্য ক্ষতিকর এমন কোন কার্যকলাপেও জড়িত নয়। তিনি বলেন পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সকল দেশের সাথেই সম্পর্ক স্থাপন করতে আগ্রহী। তিনি বলেন আমরা সকল প্রকার সামরিক জোট,চুক্তি ও গোষ্ঠীর বাইরে থাকতে চাই। তিনি বলেন আমরা প্রতিবেশী দেশ গুলির সাথে আমরা নিবিড় সম্পর্ক স্থাপন করতে চাই। আমরা সামরিক খাতে ব্যয় কমাতে চাই। যুক্তরাষ্ট্র প্রসঙ্গে তিনি বলেন নিক্সন প্রশাসন পাকিস্তানের পক্ষে থাকলেও তাদের জনগন বাংলাদেশকে অকুণ্ঠ সমর্থন দিয়ে গেছে। তিনি আশা করেন নিক্সন প্রশাসন তাদের জনগনের মনোভাবের স্বীকৃতি দেবেন।
পাকিস্তানের সাথে কূটনীতিক সম্পর্ক স্থাপন বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন পাকিস্তান তার দৃষ্টিভঙ্গি বদলালে তা বিবেচনা করা হবে পশ্চিম পাকিস্তানের জনগনের সাথে আমাদের কোন শত্রুতা নেই। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যা বিষয়ে তদন্তের জন্য শীঘ্রই একটি কমিশন গঠন করা হবে।

প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে রাষ্ট্রপতি দালালদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল আদেশ ১৯৭২ জারী করছেন। এ আদেশ অনুযায়ী প্রত্যেক জেলায় একজন জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ কে নিয়ে একটি বিশেষ আদালত গঠন করা হবে। দালালদের বিচারে অন্য কোন আদালতের এখতিয়ার থাকবে না। এ আদালতের রায় আপিল যোগ্য হবে। এ আদালত ধারাবাহিক বিচার করে যাবে। আদালতের বিষয় ব্যতিত এ আদালতের কার্যক্রম স্থগিত বা মুলতবি রাখা যাবে না। এ আদালতে সকল মামলা জি আর শ্রেণীর অর্থাৎ পুলিশ বাদী কেস হবে।

বাংলাদেশ সময় মাঝরাতে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। বৃহৎ শক্তি বর্গের মধ্যে স্বীকৃতি প্রদানকারী রাষ্ট্রের মধ্যে সোভিয়েত ইউনিয়ন প্রথম। এ উপলক্ষে সোভিয়েত প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবের কাছে একটি বানী পাঠিয়েছেন। বানীতে বলা হয়েছে তার দেশ বাংলাদেশে দুতাবাস খুলতে প্রস্তুত। এদিকে সোভিয়েত ইউনিয়ন থেকে ত্রান বাহিনী একটি বিমান ঢাকা পৌঁছেছে। বাংলাদেশ রেডক্রস চেয়ারম্যান গাজী গোলাম মস্তফা বিমানবন্দরে উক্ত ত্রান গ্রহন করেন।

মওলানা ভাসানী টেলিভিশন সাক্ষাৎকারে মুক্তিযোদ্ধাদের অবিলম্বে অস্র সংবরণ করার আহ্বান জানান। তিনি বর্তমান সরকারের উপর পূর্ণ সমর্থন জানান এবং দেশের পুনর্গঠনের জন্য কাজ করে যাওয়ার জন্য জনগনের প্রতি আহবান জানান।

সন্তোষে অপর এক বিবৃতিতে তিনি শাসনতন্ত্রের মূলনীতি প্রনয়নের জন্য সর্বদলীয় সম্মেলন ডাকার আহবান জানান। এ সম্মেলনে ছাত্র শ্রমিক কৃষক ও অন্যান্য শ্রেণীর প্রতিনিধিত্ব থাকতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সমর্থন দেয়ার জন্য ভাসা নী ভারতের প্রধান মন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতের জনগনের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। ভারত বাংলাদেশের প্রতি হস্ত সম্প্রসারন করতে পারে এমন অপপ্রচারের নিন্দা করে ভাসা নী বলেন এই এলাকার জনগনের শান্তি ও সমৃদ্ধির জন্য ভারত ও বাংলাদেশের পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্তের প্রয়োজন রয়েছে। তিনি হুশিয়ারি উচ্চার করে বলেন দেশকে দাবিয়ে রাখার প্রচেষ্টা জনগন প্রতিহত করবে। তিনি বলেন বাংলাদেশ প্রশ্নে চীনের নীতি ছিল ভুল। তিনি আশা প্রকাশ করেন চীন তার নীতি পরিবর্তন করে বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে বাংলাদেশের সাথে বন্ধুত্ব প্রতিষ্ঠিত করবে। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও তিনি একই আশা করেন।

পাঠকের মন্তব্য