জাতীয় দলের নির্বাচক হলেন স্পিনার আব্দুর রাজ্জাক

জাতীয় দলের নির্বাচক হলেন স্পিনার আব্দুর রাজ্জাক
ক্রিকেট থেকে অবসর না নিলেও জাতীয় দলের নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন দেশের ইতিহাসের অন্যতম সেরা স্পিনার আব্দুর রাজ্জাক। আজ বুধবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী কমিটির এক সভায় তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে।
এক সময় বাংলাদেশ দলের স্পিন অ্যাটাকের নেতৃত্ব দিতেন আব্দুর রাজ্জাক। এরপর জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েন। সর্বশেষ আন্তর্জাতিক ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন ২০১৪ সালে এবং টেস্ট খেলেন ২০১৮ সালে। তবে ঘরোয়া ক্রিকেটে এখনো নিয়মিত খেলে যাচ্ছেন এই স্পিনার।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই তিন প্যানেল বিশিষ্ট জাতীয় দলের নির্বাচক কমিটির একটি পদ শূন্য পড়ে আছে। খালি থাকা ওই পদেই এই ক্রিকেটারকে নিয়োগ দেয়া হয়েছে। বাকি দুই নির্বাচক হলেন মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমন।
এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আব্দুর রাজ্জাক বলেন, নির্বাচক হিসেবে মনোনীত করার জন্য বিসিবিকে ধন্যবাদ। আমি আমার সর্বোচ্চটা দিয়ে দায়িত্ব পালন করার চেষ্টা করবো। নান্নু ভাই, সুমন ভাইয়ের মত অভিজ্ঞদের সঙ্গে কাজ করতে পারা অনেক বড় সৌভাগ্য। সবাই দোয়া করবেন।
মাঠের ক্রিকেটার হওয়ার কারণে বর্তমান প্রজন্ম সম্পর্কে অনেক জানা-শোনা আছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়টা কাজের ক্ষেত্রে অনেক সহায়তা করবে। কারণ, মাঠে থাকার কারণে ক্রিকেটারদের কাছাকাছি থাকা হয়। এতে তাদেরকে কাছ থেকে দেখা, শোনা কিংবা বোঝাটা খুব সহজ হবে। এমনকি তাদের মেন্টালিটিও সহজেই বুঝতে পারবো। যা কাজে অনেক সাহায্য করবে।
তবে কবে নাগাদ কাজ শুরু করতে হবে, সে বিষয়ে বিসিবি থেকে এখনো কিছু বলা হয়নি বলে জানান অভিজ্ঞ এই ক্রিকেটার।
পাঠকের মন্তব্য