সাকিবের বোলিং চ্যালেঞ্জিং হলেও মজার ছিল : ডমিঙ্গো

সাকিবের বোলিং চ্যালেঞ্জিং হলেও মজার ছিল : ডমিঙ্গো

সাকিবের বোলিং চ্যালেঞ্জিং হলেও মজার ছিল : ডমিঙ্গো

বিশ্রামের দিনেও কোচিং স্টাফদেরকে নিয়ে অনুশীলনে ছুটেছিলেন সাকিব আল হাসান। বোলিং করেছিলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর বিপক্ষে। সাকিবের বোলিং খেলার পরে এই কোচ জানান, চ্যালেঞ্জিং হলেও বেশ মজা পেয়েছেন তিনি।

বুধবার (৩ ফেব্রুয়ারি) প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টের আগে রবিবারের (৩১ জানুয়ারি) দিনটা ছুটি ছিল বাংলাদেশিদের ক্রিকেটারদের জন্য। স্কোয়াডের সব ক্রিকেটার ওইদিন বিশ্রামেই কাটিয়েছিলেন, কেবল সাকিব ও তাসকিন আহমেদ ছাড়া। তাসকিন রানিংসহ ফিটনেস নিয়ে হালকা কাজ করেছিলেন ফিজিওর সাথে তবে সাকিব পুরোপুরি অনুশীলন করেছিলেন।

প্রধান কোচ ডমিঙ্গো, ব্যাটিং কোচ জন লুইস ও ফিজিও জুলিয়ান ক্যালেফাতোকে নিয়ে অনুশীলনে নেমেছিলেন সাকিব। প্রায় আধা ঘণ্টা ব্যাটিং অনুশীলন ও ৫/৬ ওভার বোলিং অনুশীলন করেছিলেন তিনি। যেহেতু মাঠে কোচিং স্টাফ ব্যতীত আর কোনো ব্যাটসম্যান ছিল না তাই সাকিবের বোলিং খেলতে নেমে গিয়েছিলেন প্রধান কোচ নিজেই। সোমবার (১ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে কথা বলার সময় তিনি জানিয়েছেন সাকিবের বোলিং খেলার অভিজ্ঞতার কথা।

ডমিঙ্গো জানান, সাকিবের বোলিং বেশ চ্যালেঞ্জিং ছিল, তবে তিনি মজা পেয়েছেন। রবিবার সাকিবের সাথে কোচ বেশ ভালো সময় কাটিয়েছেন বলেও জানান।

ডমিঙ্গোর ভাষায়, ‘একটা দারুণ চ্যালেঞ্জ ছিল। সে (সাকিব) একজন বিশ্বমানের বোলার। এটা বেশ মজার ব্যাপার ছিল। পরিস্থিতিগুলোকে হালকা করার জন্য এগুলো বেশ কাজের। আমরা একসাথে ভালো কিছু সময় কাটিয়েছি।’

প্রায় দেড় বছর পরে গত ২০ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন সাকিব। প্রত্যাবর্তনের প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন এই অলরাউন্ডার। তবে গত ২৫ জানুয়ারি ক্যারিবিয়ানদের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচ খেলার সময়ে চোট পান তিনি। ম্যাচ শেষ না করেই মাঠ থেকে উঠে যেতে হয়েছিল তাকে। ফলে তাকে নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা।

শঙ্কা কাটিয়ে প্রথম টেস্টের আগেই মাঠে ফিরেছেন সাকিব। গত তিনদিন ধরে অনুশীলনও করছেন এই বাঁহাতি ক্রিকেটার। তবে প্রধান কোচ ডমিঙ্গো জানিয়েছেন, ম্যাচ খেলার জন্য এখনো শতভাগ ফিট হতে পারেননি সাকিব।

পাঠকের মন্তব্য